বিনোদন ডেস্ক: ছবির পুরুষটি যে রণবীর সিংহ তা হয়তো অনেকেই বুঝতে পারছেন। সিলভার স্ক্রিনে তাঁকে হামেশাই দেখা যায়। তিনি পেজ-থ্রির পরিচিত মুখ। কিন্তু তাঁর সঙ্গে ইনি কে?
ইনি সচিন তেন্ডুলকরের কন্যা সারা। অন্তত বলি মহলের তেমনটাই দাবি। রণবীরের সঙ্গে সারার এই ছবি আপাতত ওয়েব দুনিয়ায় ভাইরাল। জানা গিয়েছে, সারার হার্টথ্রব হলেন রণবীর। তাঁর একটা সিনেমাও মিস করেন না সারা। সম্প্রতি এক অনুষ্ঠানে রণবীরকে সামনে পেয়ে আর সেলফির লোভ সামলাতে পারেননি সচিন-কন্যা। পছন্দের নায়কের সঙ্গে সেলফি তুলেছিলেন।
২০১৫ নাগাদ শোনা গিয়েছিল সারা নাকি বলিউডে তাঁর কেরিয়ার শুরু করতে চলেছেন। কিন্তু সে সময় সচিন জানিয়েছিলেন, সারা পড়াশোনা নিয়ে ব্যস্ত। এতদিন পরে রণবীরের সঙ্গে তাঁর ছবি দেখে প্রশ্ন উঠছে, সত্যিই কি এতদিনে বলিউডে এন্ট্রি নিতে চলেছেন সারা?-আনন্দবাজার
০৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস