শনিবার, ০৮ এপ্রিল, ২০১৭, ১০:৫৫:২৪

অবশেষে অক্ষয়, আছেন জয়া আহসানও

 অবশেষে অক্ষয়, আছেন জয়া আহসানও

বিনোদন ডেস্ক: একসময় তাঁর অভিনয় নিয়ে লোকে হাসাহাসি করত, ‘আসবাব’ বলে খেপাত। সেই অক্ষয় কুমারই কয়েক বছর ধরে বাজিমাত করে চলেছেন। অভিনীত প্রায় সব ছবিই সুপারহিট, অভিনেতা হিসেবেও দারুণ করছেন। তবে বলিউডের বিভিন্ন পুরস্কারে বরাবরই অবহেলিত তিনি। এ নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। অবশেষে জিতলেন অক্ষয়। আর সেটা ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কারই।

দেশটির ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হয়েছেন। গেল বছর মুক্তি পাওয়া ‘রুস্তম’-এর জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই কোর্টরুম ড্রামায় অক্ষয় অভিনয় করেছেন এক নৌ সেনার চরিত্রে। পুরস্কারপ্রাপ্তিতে আপ্লুত অভিনেতার টুইট, ‘রুস্তমের জন্য সেরা অভিনেতা, আবেগে ভেসে যাচ্ছি যা প্রকাশ করা অসম্ভব। ’

অক্ষয়ের মতোই সোনম কাপুরের অভিনয় নিয়েও দুর্নাম ছিল। তবে ‘নিরজা’ দিয়ে তিনিও নিন্দুকের মুখে ছাই দিয়েছেন। ছবিটি বেশ কয়েকটি পুরস্কারও জিতেছে এরই মধ্যে। ভারতের জাতীয় পুরস্কারেও সেরা হিন্দি ছবি হয়েছে সোনম অভিনীত ছবিটি।

কয়েক বছর ধরেই ভারতে বিভিন্ন আঞ্চলিক ভাষার চলচ্চিত্রের জয়জয়কার। এবারের জাতীয় পুরস্কারগুলোতেও তাই গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে দেখা গেছে আঞ্চলিক ছবির প্রাধান্য। যেমন মালায়লাম ছবি ‘মিন্নামিনুনগে’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন সুরভী লক্ষ্মী। সেরা পরিচালক রাজেশ মাপুসকর। মারাঠি ছবি ‘ভেন্টিলেটর’-এর জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

এ ছাড়া আরো দুটি পুরস্কারও জিতেছে ‘ভেন্টিলেটর’। তবে মারাঠি হলেও ছবিটির সঙ্গে বলিউডি যোগ রয়েছে। কারণ ছবির প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া। অন্য গুরুত্বপূর্ণ পুরস্কারের মধ্যে গেল বছরের অন্যতম আলোচিত ছবি ‘পিংক’ জিতেছে সামাজিক ইস্যু নিয়ে তৈরি সেরা ছবির পুরস্কার। তবে আমির খানের ‘দঙ্গল’ বড় পুরস্কার পায়নি। জারিনি ওয়াসিমের ‘সেরা সহ-অভিনেত্রী’ পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

তামিল ছবি ‘জোকার’-এর জন্য সেরা গায়ক সুন্দরা আয়ার। আর বাংলা ছবি ‘প্রাক্তন’-এর ‘তুমি যাকে ভালোবাসো’ দিয়ে বাজিমাত করা ইমন চক্রবর্তী হয়েছেন সেরা গায়িকা।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার হলেও সেখানে আছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। তাঁর অভিনীত ‘বিসর্জন’ জিতেছে সেরা বাংলা ছবির পুরস্কার।

কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবিটি পহেলা বৈশাখে মুক্তি পাবে।
০৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে