সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ১০:৪৮:১৮

বন্ধ হলো ‘পূর্ণিমা’ সিনেমা হল

বন্ধ হলো ‘পূর্ণিমা’ সিনেমা হল

বিনোদন ডেস্ক: রাজধানীর কাওরানবাজারে পূর্ণিমা সিনেমা হলটি বন্ধ হয়ে গেল। এখন এখানে দুটি বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন তৈরি করা হবে। তবে এই ভবনে কোনো সিনেপ্লেক্স রাখার পরিকল্পনা নেই কর্তৃপক্ষের। আর এই ভবন তৈরির কাজ শুরু হবে আগামী বছর।

গত বৃহস্পতিবার বি​কালে পূর্ণিমা সিনেমা হলে শেষ প্রদর্শনী হয়। গত ৩১ মার্চ পূর্ণিমা সিনেমা হলের কর্মকর্তা আর কর্মচারীদের বেতন পরিশোধ করা হয়েছে।

পূর্ণিমা সিনেমা হলের কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে, টিকিট বিক্রির টাকা দিয়ে এখন আর কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া যায় না। এছাড়া গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলের টাকাও পরিশোধ করা সম্ভব হয় না। আর এই অবস্থা গত কয়েক বছর ধরেই চলছে। তাই বাধ্য হয়ে পূর্ণিমা সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে।

১৯৮৮ সালে আলমগীর, জসিম ও শাবানা অভিনীত ‘বিশ্বাসঘাতক’ ছবির প্রদর্শনী মধ্য দিয়ে পূর্ণিমা সিনেমা হলের যাত্রা শুরু হয়েছিল।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে