বিনোদন ডেস্ক : বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভে সারাদেশ দেখলো অপু বিশ্বাসের কোলে শাকিব খানের সন্তানকে। এর আগে অপু বিশ্বাস ছোট শিশুকে কোলে নিয়ে টেলিভিশন চ্যানেলে হাজির হন।
অপু বিশ্বাসকে ২০০৮ সালে বিয়ে করেন ঢালিউড কিং খ্যাত শাকিব খান। এতোদিন আগে বিয়ে করলেও স্ত্রীর মর্যাদা দিচ্ছিলেন না শাকিব খান-এমনটাই অভিযোগ করেছেন অপু বিশ্বাস।
অপু বিশ্বাস বলেন, তার জন্য এতোদিন আমি নিজেকে আড়াল করে রেখেছি। আজ আমাকে স্পবার জন্য বলতে হচ্ছে কেন? আমি স্ত্রীর মর্যাদা পাচ্ছি না বলেই আজ টেলিভিশনের সামনে হাজির হয়েছি। তিনি বলেন আমি মানুষ কিন্তু কেন আমার সাথে এইরকম আচরণ করা হলো? অপু বিশ্বাস কথা বলার সময় বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন।
১০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস