বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০৪:২১:১৫

‘প্রয়োজনে মুক্তির তারিখ বদলে যাবে’

‘প্রয়োজনে মুক্তির তারিখ বদলে যাবে’

বিনোদন ডেস্ক : শুটিং চলছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘কষ্ণপক্ষ’ চলচ্চিত্রের। ছবিটির শুটিং আগামী ২২ অক্টোবরের মধ্যে শেষ করা কথা। আর ছবিটি হুমায়ূন আহমেদের জন্মদিন তথা ১৩ নভেম্বর মুক্তির দিন ধার্য করা ছিলো। এদিকে চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে থাকা রিয়াজ শুটিং স্পটে হার্ট অ্যাটাক করায় পাল্টে গেছে এ হিসেব নিকেশ। প্রশ্ন উঠেছে, রিয়াজ সুস্থ হতে কত সময় লাগবে? এবং ছবিটি ১৩ নভেম্বর মুক্তি পাচ্ছে তো? এদিকে ছবিটির পরিচালক মেহের আফরোজ শাওন জানান, ১ অক্টোবর শুরু করে ছবির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে সোমবার নাগাদ। এখন চলতি সপ্তাহে রিয়াজ ছাড়া অন্য কাজগুলো সম্পন্ন করা হবে। এমনকি ডাবিংও সেরে রাখবেন। তিনি জানান, ‘এ ঘটনা সত্যিই অনাকাক্ষিত। আশা প্রকাশ করছি, রিয়াজ খুব দ্রুতই সুস্থ হয়ে শ্যুটিংয়ে ফিরবেন। আমরা এখন চিকিৎসকের পরামর্শের অপেক্ষায় রয়েছি। যদি সময় বেশি লাগে, তবে বিকল্প কিছু ভাবতে হবে। তবে আজও আশা করছি, ছবিটি ১৩ নভেম্বরই মুক্তি দেওয়া সম্ভব হবে।’ শাওন আরও বলেন, ‘পরিচালক হিসেবে বলছি, এটা হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাসের একটি। যথাসময়ে মুক্তি দেওয়ার জন্য চাইলেও এটির চরিত্র বদলে ফেলা যাবে না। আর আমি স্ত্রী হিসেবে কখনও এটি বদলাতে দেবও না। মোটকথা এ মুহূর্তে চরিত্র পরিবর্তন সম্ভব নয়। সুতরাং আমরা তার (রিয়াজ) সুস্থতা পর্যন্ত অপেক্ষা করবই। প্রয়োজনে মুক্তির তারিখ বদলে যাবে। তিনি সুস্থ থাকলে আরও অনেক ছবি বানানো যাবে।’ ২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে