সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ০৬:৫৯:৪৭

স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে অক্ষয় কুমারের স্বপ্ন পূরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে অক্ষয় কুমারের স্বপ্ন পূরণ

বিনোদন ডেস্ক : তিন মাস আগে তার ভাবনার কথা জানিয়ে ছিলেন ভারত স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে। আর্থিকভাবে শহিদ সেনাদের পরিবারের পাশে দাঁড়াতে একটি ডোনেশন পোর্টাল চালু করার প্রস্তাব দেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার। এবার সেই উদার ভাবনা বাস্তব রূপ পেল।

রোববার CRPF শৌর্য দিবসে বলিউড অভিনেতার উপস্থিতিতে পোর্টালের উদ্বোধন করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিজ্ঞানভবনে CRPF শৌর্য দিবস পালনের দিনটিকেই এই পোর্টাল লঞ্চের জন্য বেছে নেওয়া হয়। এই পোর্টালের সাহায্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনীর শহিদ সেনা ও কর্মকর্তাদের পরিবারকে সর্বাধিক ১৫ লক্ষ টাকা দান করা যাবে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CRPF, CISF, BSF, ITBP, SSB ও অন্যান্য সব কেন্দ্রীয় বাহিনীর প্রধানরা। ছিলেন কয়েক হাজার সেনা জওয়ান।

পোর্টাল উদ্বোধনের পর তাদের সবার উদ্দেশে অক্ষয় বলেন, 'আজ আমি একজন অভিনতা হিসেবে আপনাদের সামনে আসিনি। একজন সেনা অফিসারের ছেলে হিসেবে এসেছি।' জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা বলেন, দেশের যুব সম্প্রদায়ের একটা অংশ বিপথে চালিত হয়ে সন্ত্রাসের রাস্তায় হাঁটছে, তারা জানেনও না খুব সামান্য কয়েকজনই তাদের সমর্থন করছে।

তার আবেদন, 'আমাদের জওয়ানরা প্রাণ দিয়ে বিপথু যুবকদের সঙ্গে লড়াই করছেন। তারা দারুণ কাজ করছেন। এবং এই কাজের জন্য ১.২৫ বিলিয়ন মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন।' সম্প্রতি সুকমায় মাও হামলায় নিহত ১১ CRPF জওয়ানের পরিবারকে ১.০৯ কোটি টাকা দান করেছেন অক্ষয়।

রোববার পোর্টাল উদ্বোধনের আগে বীর সেনাদের পদক দেন অক্ষয় কুমার ও রাজনাথ সিং। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি যদি ওকে অ্যাকশন কুমার বলে ডাকি, তবে তাতে ভুল কিছু হবে না। বহু মানুষের কাছে তিনি নায়ক। তবে, তার কাছে প্রকৃত নায়ক সেনা জওয়ানরা।'

শহিদ সেনাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের অঙ্কটা ১ কোটি টাকা করার জন্য সরকার চিন্তাভাবনা করছে বলে জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আর স্বরাষ্ট্রমন্ত্রী হাত দিয়ে নিজের স্বপ্নকে বাস্তবায়ন হওয়ায় বেজায় খুশি অক্ষয় ‘অ্যাকশন’ কুমার।

১০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে