সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৫৩:১৭

ঢাকায় এসে যা বললেন সুস্মিতা

ঢাকায় এসে যা বললেন সুস্মিতা

বিনোদন ডেস্ক : সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউডের হার্টথ্রোব অভিনেত্রী সুস্মিতা সেন ঢাকা মাতিয়েছেন। তিনি গতকাল রাতে উদয় হয়েছিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। দর্শকে ঠাঁসা মিলনায়তন জুড়ে ছিল তাকে অবলোকন করার উত্তাল উচ্ছ্বাস। আলোর রোশনাই ক্ষীণ হয়ে গেল। নিভে গেল বাতি। আঁধারই যেন জানান দিল, এবার অবসান অপেক্ষার। নিভু আলোই বেশুমার যেন সব।

সন্ধ্যে থেকেই হাজার হাজার দর্শক মিলনায়তনের আসনগুলো পূর্ণ করে ফেলেছিলেন। এরপর অপেক্ষা ছিল- কখন উদয় হবেন হার্টথ্রোব সুস্মিতা। এ আয়োজন ছিল একটি জমকালো ফ্যাশন শো কে ঘিরে। যার মধ্যমনি ছিলেন সুস্মিতা। ইউনিলিভারের আয়োজনে এই ফ্যাশন শো'র উপলক্ষ ছিল 'ট্রেসেমে' নামের একটি শ্যাম্পুর বাজারজাতকরণ। এর আগেও ইউনিলিভারের এক অনুষ্ঠানে ঢাকায় এসেছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা।

বাংলাদেশিরা কেন তার হৃদয় তার সবিস্তারে এ বাঙালি মেয়ের ভাষ্য, আমি যুক্তরাষ্ট্রের বহু রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দেখেছি। ভারত- বাংলাদেশেও দেখেছি, বাংলাদেশিদের ভালোবাসা আমার হৃদয় ছুঁয়ে যায়। আই লাভ বাংলাদেশ।

রোববার রাতে র‌্যাম্পে পা ঘুরানোতে ছুঁয়ে থাকল বাড়তি ছন্দ। নাচের মুদ্রা এঁকে ‘কিছু একটা’ করলেন। যার ব্যাখ্যা ছন্দাসিক কবিই ভালো দিতে পারবেন। ইংরেজি আর বাংলার কথনে বললেন, বাংলাদেশিরা আমার হৃদয়। এবার দিয়ে তিনবার ঢাকায় এলাম। হ্যাটট্রিক সফর এটা।

এর আগে, রোববার দুপুরে জেট এয়ারওয়েজের একটি বিমানে করে মুম্বাই থেকে ঢাকায় পৌঁছালেন তিনি। টানা প্রায় চার বছর পর ঢাকা সফরে আসলেন এই তারকা। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আয়োজনে রোববার দুপুড় সাড়ে ১২টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পা রাখেন।

ঢাকায় এসেছেন ’ট্রেসমে’ নামের নতুন ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে। অনুষ্ঠানের শুরুতেই পণ্যটির উদ্বোধন করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যান্ড পরিচালক জাভেদ আখতার।  এরপর গানে গানে চলে কিছুক্ষণ। শুরুটা নেমেসিস ব্যান্ডের গাওয়া ‘টু লেট’ গানটি দিয়ে। এ ব্যান্ডের পর মঞ্চে আসেন সংগীতশিল্পী এলিটা।

কিছু কাভার গানের পর শুরু হয় মূল অনুষ্ঠান। একে একে মঞ্চে আসেন র‌্যাম্প মডেলরা। এদের একাদশের র‌্যাম্প শেষে যেন ‘দ্বাদশ’ ব্যক্তি হিসেবে ওঠেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। একই পথ ধরে বাংলাদেশের সাদিয়া ইসলাম মৌ ও মেহজাবিন মঞ্চের চৌকাঠ পার করেন। আর সবশেষে সুস্মিতার স্মিত হাসি দিয়ে শেষ টানা হয় এ আয়োজনের। যাওয়া আগে উড়ন্ত চুম্বনে এ তারকা জানিয়ে দেন ভালোবাসার কথা।
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে