বিনোদন ডেস্ক: কথা বলতে বলতে কেঁদে ফেলেন শাকিব। শাকিব বলেন, ‘অনেক তো সহ্য করেছি। ওর সাথে অভিনয় করা যাবে না, করি নি। অনেক কথা শুনেছি। এখন শুধুমাত্র একটা ছবির কারণে হঠাৎ করে সারাদেশের মানুষের কাছে আমাকে ছোট করা হয়েছে। ‘
‘রংবাজ’ ছবিতে কেন বুবলি অভিনয় করছে? কেন অপুকে নেয়া হয় নি। আজকে সারাদিন আমি কেঁদেছি। আমার ছেলেকে এমন বিতর্কিতভাবে টিভি পর্দায় দেখতে চাই নি।’
এ সময় শাকিব বলেন, “আমি শাকিব খান, আমি সুপারস্টার। আমার সন্তান জয় এমন বিতর্কিতভাবে টিভি পর্দায় আসবে এটা আশা করিনি। আমার বিরুদ্ধে চক্রান্ত। এভাবে শাকিব খানকে হারানো যাবে না। হঠাৎ করেই ‘অপুর সংসার’ নামে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে? খোঁজ নিয়ে দেখেন। আমার বিরুদ্ধে যারা রয়েছে, তাদের সঙ্গে হাত মিলিয়েছে অপু।”
বহু জল্পনা-কল্পনা সত্য প্রমাণ করে ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিবের সঙ্গে বন্ধুত্ব থেকে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিন্তু দীর্ঘ নয় বছর কেন বিয়ে ও দাম্পত্য জীবন নিয়ে লুকোচুরি—সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সে সব প্রশ্নের উত্তর দিয়েছেন শাকিব-অপু।
অপু বলেছেন, ‘টিভি লাইভে আসার কারণ আমার বিয়ে হয়েছে আমার বাচ্চা আছে। এমন খুশির সংবাদ সবাইকে জানাবার জন্য আমি সাংবাদিকদের সঙ্গে নিজের কথাগুলো শেয়ার করেছি।’ এ নিয়ে দিনভর নানা উত্তেজনার পর রাতে আরেকটি বেসরকারি টিভির ফোনো লাইভ অনুষ্ঠানে তাদের দু’জনকে একসঙ্গে পাওয়া গেছে। যেখানে তারা বিয়ে, সন্তানসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। পাঠকদের জন্য তাদের বক্তব্য তুলে ধরা হলো—
অনুষ্ঠানের শুরুতে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয় ঠিক কী কারণে আপনি নয় বছরের বিবাহিত জীবনের কথা গোপন রেখেছেন? উত্তরে অপু বলেন, ‘সে আমার স্বামী, সে কথা চিন্তা করে তাকে সাপোর্ট দিয়েছি। ইন্ডাস্ট্রির জন্য শাকিব-অপু একটি জুটি। সে কারণে ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থের কথা চিন্তা করে আমরা কাউকে আমাদের বিয়ের কথা বলতে পারিনি। কারণ আমিও একজন চলচ্চিত্রের মানুষ। ওই সময় ইন্ডাস্ট্রির জন্য আমাদের বেশ দরকার ছিল। কিন্তু আমার বাচ্চা হয়েছে। তার জীবন, তার বাবার পরিচয় জানার খুব দরকার। সে কারণে শেষ পর্যন্ত আমার সন্তানের কথা চিন্তা করেই আমি সবার সামনে বলতে বাধ্য হয়েছি। আমার বাচ্চা হয়েছে ৬ মাস। তারপরও আমি কাউকে বলতে পারিনি। কিন্তু এখন আমার কাছে মনে হয়েছে আমি ঠকেছি। তাই বাধ্য হয়ে বলতে হয়েছে আমার আর শাকিবের বিয়ে হয়েছে আমাদের সন্তান আছে। এতো লুকোচুরি আমি আর সহ্য করতে পারছি না।’
অপুকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না কেন? এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, ‘আমি তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছি না কেমন করে? চাকরের মতো গত নয় বছর তার প্রতিটি আবদার রক্ষা করেছি। সে বলেছিল, এ নায়িকা ওই নায়িকার সঙ্গে ছবি করা যাবে না। সে যার যার সঙ্গে কথা বলতে নিষেধ করেছে তাদের প্রত্যেকের সঙ্গে ছবি আমি স্টপ করে দিয়েছি।’
আপনার সব ধরনের আইনি অধিকার আছে আপনার দাম্পত্য জীবন পুনরুদ্ধার আপনি সেই দিকটা কখনো ভেবেছেন—এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘না না আমি কোনো আইনি প্রক্রিয়ায় যেতে চাই না। যদি চাইতাম, তাহলে আমি কেন নয় বছর নিজেকে আড়াল করে রাখব? কেন আমি আমার সন্তানকে ছয়মাস ঘরে আবদ্ধ রাখব? আমি কখনো আইনি প্রক্রিয়ায় যেতে চাইনি। আমি আইনি প্রক্রিয়ায় এখনো যেতে চাই না। আমার কাছে মনে হয়েছে যেহেতু আমাদের বিয়েটা সঠিক সত্য। আমাদের সন্তানটা সঠিক সত্য। আমার কাছে কিছু খবর আসছে শাকিব সন্তানকে তার কাছে রাখতে চায়। আমার খুব স্পিম্পলি মনে হয়েছে। তাই আমি আজ সাংবাদিকদের সঙ্গে আমার কথাগুলো শেয়ার করেছি।’
আপনাদের মধ্যে সমস্যা মূলত কোথায়—এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, ‘সমস্যা কোথায় তা আমি নিজেও বলতে পারছি না। অপু নিজেও জানে। আজকে একটি নতুন ছবি এন্ট্রি হয়েছে ‘‘অপুর সংসার’’ নামে। যেখানে নায়ক দু’জন প্রযোজক ছিলেন একজন। এটা একটা প্লানিং গেইম। যে মানুষটিকে দুদিন আগেও আমি ১২ লাখ টাকা দিয়ে আসলাম সেই মানুষটি একদিনের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। শাকিব খান না থাকলে বাংলা চলচ্চিত্র ফাঁকা হয়ে গিয়ে ফাঁকা মাঠে ঈদের আগে অনেকেই গোল দিতে পারবেন। ঈদের আগে এ প্লান অনেকে করছেন।’
অনেক বড় বড় নায়ক-নায়িকা তো বিয়ে করেন। কিন্তু তা তারা প্রকাশ করেন। আপনি বিয়ের কথা প্রকাশ করেননি কেন উত্তরে শাকিব খান বলেন, ‘অপুর মতো বিষয়টিকে আমি এভাবে স্ক্যানডেল করে প্রকাশ করতে চাইনি?’ তো আপনি করেননি কেন? ‘সেটা অপুকে জিজ্ঞাসা করেন। অপুর ভাষ্য মতে তার চটে যাওয়ার কারণ হচ্ছে ‘রংবাজ’ সিনেমায় তার নায়িকা হবার কথা ছিল কিন্তু সেখানে অন্য আরেকজন নায়িকা হয়েছে। প্রথম আলো পত্রিকার শিরোনাম দেখে সে চটে যায়। যা সে টিভি লাইভেও বলেছে। নয় বছর পর তাকে একটা সিনেমায় না নেওয়ায় আমি আজ ভিলেন হয়ে গেলাম। তার কথায় আমি অনেক নায়িকা স্টপ করে দিয়েছি, বলেন শাকিব।’
বাংলাদেশের জন্য শাকিব খানের স্ত্রী ও সন্তান একটি বড় ঘটনা। আপনি কেন আপনার সন্তান ও স্ত্রীকে সবার সামনে পরিচয় করিয়ে দেননি? এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, ‘অপুর সংসার নামের ওই চলচ্চিত্রের এন্ট্রি হয়েছে। যেখানে আমি নায়ক নয়। আর রংবাজ নিয়ে সে ক্ষেপেছে। সে শুধু নিজেকে নিয়েই ভেবেছে। সে নায়িকা হতে চেয়েছে।’
পাঁচ মাসেও কেন বাচ্চাকে আপনি সবার সামনে আনতে পারেননি? এ প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘অপু নিজের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে ভেবেই তার সন্তানকে সবার সামনে আনতে চায়নি। আমি সারা পৃথিবীতে যেখানে বাংলা সিনেমার প্রচার নিয়ে কাজ করছি। তাকে বলেছিলাম আমি কোরবানির ঈদের আগে তাকে লঞ্চ করাব। কিন্তু সে তার আগেই নায়িকা হবার জন্য সাবার সামনে আমার ছেলেকে এভাবে নিয়ে এসেছে। যার কারণে আমি অনেক কান্না করেছি।’
একসঙ্গে সংসার না করার কারণ সম্পর্কে অপু বলেন, ‘আমি সংসার করেছি। আমার শাশুড়ি হজে যাবার সময়ও আমি তার বাসায় ছিলাম।’ তবে এক বছর ধরে বাচ্চার জন্য বিচ্ছিন্ন আছেন বলেও জানান অপু। তিনি আরো অভিযোগ করেন, শাকিবের চাচাতো ভাই মনিরের সঙ্গে আমার নিয়োমিত কথা হতো। শাকিবকে আমি কোনো ভাবেই পাচ্ছিলাম না। দেশে আসার পর তার সম্পর্কে নানা প্রকার কথা শুনতে হচ্ছিল।
আপনি কি রংবাজ ছবি নিয়েই বিরক্ত—এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘সিনেমা কারণ নয়, মূলত অভিনেত্রীই। কারণ দেড় সপ্তাহ আগে আমার সঙ্গে বুবলির কথা কাটাকাটি হয়েছে। সেখানে আমি বুবলিকে অশ্লীল ভাষায় গালাগাল করি।’ এদিকে বুবলির ফেসবুক পেজে শাকিবকে নিয়ে ফ্যামিলিটাইম নামক পোস্ট দেখে ক্ষেপে যান অপু। যে কারণ বুবলিকে ফেসবুক থেকে ওই পোস্ট সরাতে বলেন। তবে বুবলি উল্টো চটে গিয়ে বলেন, ‘অপু শাকিবের কী, যে সে আমাকে এসব কথা বলে।’ যা শাকিবও শুনেছে কিন্তু সে কিছুই বলেনি জানান অপু।
১১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস