পাকিস্তানি শিল্পীদের বিরুদ্ধে সোচ্চার শিবসেনা
বিনোদন ডেস্ক : ভারতের শিবসেনাদের মাঝে পাকিস্তান বিরোধী মনোভাব বেশ জোরালো হয়ে উঠেছে। কিছুদিন আগে মুম্বাইয়ে পাকিস্তানি গজল শিল্পী গুলাম আলীর অনুষ্ঠানে বাধা দিয়েছিল এ সংগঠনটি।
এছাড়া কয়েকদিন আগেই মুম্বাইয়ে বিসিসিআইয়ের দফতরে গিয়ে বিক্ষোভ দেখায় শিবসেনা। তাদের বিক্ষোভের কারণে পিসিবি-র প্রধানের সঙ্গে বিসিসিআই সভাপতির বৈঠক ভেস্তে যায়। বিক্ষোভের জেরে পাক আম্পায়ার আলিম দারকে মুম্বাইয়ে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ থেকে সরিয়েও নেওয়া হয়। এবার তাদের সংগঠনটির রোষানলে পড়েছেন পাকিস্তানি অভিনয় শিল্পীরা।
বলিউডে কাজ করছেন এমন পাকিস্তানি অভিনেতা বা সঙ্গীত শিল্পীদের কাজ দেয়া চলবে না- এমনই ঘোষণা দিয়েছে শিবসেনার চলচ্চিত্র শাখা চিত্রপট সেনা। বিশেষ করে তাদের আক্রমণের লক্ষ্য পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও অভিনেত্রী মাহিরা খান।
চিত্রপট সেনার মহাসচিব অক্ষয় বরদাপুরকর বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি মহারাষ্ট্রর মাটিতে পাক অভিনেতা, ক্রিকেটার বা শিল্পীদের পা রাখতে দেয়া হবে না। পাকিস্তানি অভিনেত্রীদের কারা চুক্তিবদ্ধ করছেন তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নেই। করণ জোহর, ফারহান আখতার, শাহরুখ খানের মতো নাগরিকরা এজন্য দায়ি তাদের উচিৎ পাকিস্তানি অভিনয় শিল্পীদের চুক্তিবদ্ধ না করা।’
এছাড়া তিনি আরো জানান, রাইস সিনেমার নায়িকা মাহিরা ও ইয়ে দিল হ্যায় মুশকিল সিনেমার ফাওয়াদ খানকে মহারাষ্ট্রে সিনেমার প্রচার করতে দেয়া হবে না।
এদিকে রাইস সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে মাহিরা খানের। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাকে। অন্যদিকে করণ জোহর পরিচালিত ইয়ে দিল হ্যায় মুশকিল সিনেমায় দেখা যাবে ফাওয়াদ খানকে। কিন্তু শিবসেনারা যেভাবে পাকিস্তান বিরোধী আন্দোলন শুরু করেছে তাতে করে মহারাষ্ট্রে সিনেমাটি মুক্তির সম্ভাবনা কতটুকু এটাই এখন আলোচ্য বিষয়।
আরো জানা গেছে এরই মধ্যে বলিউডের বেশ কয়েক জন প্রভাবশালী পরিচালক, প্রযোজক এবং অভিনেতা ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে চিঠি দিয়ে চিত্রপট সেনা। সব মিলিয়ে বেশ ঝামেলায় পোহাতে হবে রাইস সিনেমার নির্মাতাদের।
রাহুল দোলাকিয়া পরিচালিত রাইস সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান এবং ফারহান আখতার সহ অনেক। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌড়ি খান। ২০১৬ সালের ৮ জুলাই সিনেমাটি মুক্তির তারিখ রয়েছে। অন্যদিকে ইয়ে দিল হ্যায় মুশকিল সিনেমায় ফাওয়াদ ছাড়াও রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর এবং আনুশকা শর্মা। সম্প্রতি এ সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�