মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭, ০৭:০৩:২৪

অভিনেত্রী আফসানা মিমির বিরুদ্ধে উকিল নোটিশ

অভিনেত্রী আফসানা মিমির বিরুদ্ধে উকিল নোটিশ

বিনোদন ডেস্ক: বিশিষ্ট অভিনেত্রী ও প্রযোজক-পরিচালক আফসানা মিমি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) পাওনা প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাত্ করেছেন বলে অভিযোগ করে তা পরিশোদের জন্য উকিল নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেএসপির আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. মুনজুর আলম রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ দেন।

নোটিশে আগামী ত্রিশ দিনের মধ্যে পাওনা পরিশোধের তাগিদ দেওয়া হয়। উক্ত তারিখের মধ্যে পাওনা পরিশোধে ব্যর্থ হলে প্রচলিত আইন অনুযায়ী মিমির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিকেএসপির নোটিশে বলা হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়, আফসানা মিমির প্রতিষ্ঠান কৃষ্ণচুড়া (প্রা.) লিমিটেড  মুক্তিযুদ্ধভিত্তিক ‘রান’ চলচ্চিত্র নির্মাণ কাজের শুটিংয়ের জন্য ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত বিকেএসপির বিভিন্ন স্থাপনা ব্যবহার করে। এ জন্য চার লাখ ৫২ হাজার টাকা বিল পাওনা হয় বিকেএসপির। এখন পর্যন্ত উক্ত বিল পরিশোধ করেননি আফসানা মিমি। পাওনা পরিশোধের জন্য বিকেএসপি বার বার তাগাদা দেওয়া স্বত্তেও বিল পরিশোধ না করায় উকিল নোটিশ দিতে বাধ্য হয় বিকেএসপি।

অ্যাডভোকট মো. মুনজুর আলম  বলেন, ত্রিশ দিনের মধ্যে বিকেএসপির পাওনা পরিশোধ না করলে মিমির বিরুদ্ধে প্রতারণার মামলা করা হবে।
১১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে