বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ০১:৫৪:১৯

টুইটারে বাপ-মা তুলে পাকিস্তানি তরুণীকে ধমকালেন ঋষি কাপুর

টুইটারে বাপ-মা তুলে পাকিস্তানি তরুণীকে ধমকালেন ঋষি কাপুর

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিতর্কে জড়িয়ে পড়ার স্বভাব অভিনেতা ঋষি কাপুরের ভেতর দেখা যায়। প্রয়োজনে দেশের সরকারকেও একহাত নিতে ছাড়েন না। খারাপ ভাষায় কথা বলার জন্য এবার এক পাকিস্তানি তরুণীকে কড়া ভাষায় ধমকে দিলেন তিনি।  

সোমবার ভারতীয় নৌসেনার সাবেক অফিসার কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের সেনা আদালত। প্রতিবাদে ভারতে বন্দী পাকিস্তানি নাগরিকদের মুক্তি আপাতত স্থগিত রেখেছে ভারত। সেই প্রসঙ্গে টুইটারে পাকিস্তানের সমালোচনা করেন ঋষি কাপুর।  

তিনি লেখেন, ‘‌ছবি হোক বা খেলা, বরাবর পাকিস্তানের সঙ্গে সদ্ভাব রেখে এসেছে ভারত। শান্তি স্থাপনের চেষ্টা চালিয়েছে। তবে পাকিস্তান সেসবের ধার ধারে না। হিংসা, ঘৃণায় বিশ্বাসী ওরা। তবে তাই হোক। যতই হোক, তালি তো দু’‌হাতেই বাজে!‌’‌

তার টুইটটি চোখে পড়তেই ক্ষেপে ওঠেন ফরিহা নামের এক পাকিস্তানি তরুণী। ঋষি কাপুরকে অকথ্য ভাষায় গালি–গালাজ শুরু করেন তিনি। কাপুর পরিবারের বর্ষীয়ান অভিনেতাকে অজ্ঞ বলে বসেন। তাকে বুঝে শুনে কথা বলার পরামর্শ দেন ঋষি।  

এ ঘটনার পোড় মেজাজ ধরে রাখতে পারেননি ঋষি। ‌তিনি বলেন, ‘বড়দের ‌সঙ্গে কীভাবে কথা বলতে হয় তা বোধহয় বাবামা শেখাননি। ‌’‌‌ এরপর আর ওই তরুণী কোন মন্তব্য করেননি। বরং টুইটার থেকে নিজের মন্তব্যগুলি সরিয়ে নেন।  
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে