বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ০৮:৩৭:০৪

‘অপুকে মন থেকে মাফ করে দিয়েছি’

‘অপুকে মন থেকে মাফ করে দিয়েছি’

বিনোদন ডেস্ক: আমার সন্তান আব্রাহাম খান জয়ের কথা ভেবে, ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আজ সকালে অনেক ভেবেছি। এরপর আমার ছেলের ভবিষ্যতের কথাও ভেবেছি।

তারপর ভেবে দেখলাম আমার নমনীয় হওয়া দরকার। তাই অপুকে মন থেকে মাফ করে দিয়েছি।

মঙ্গলবার রাত ১০টায় একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার সময় শাকিব খান এমন কথা বলেন।

কথা প্রসঙ্গে শাকিব বলেন, অপু অনেক বড় ভুল করেছে। স্বামী হিসেবে সংসারের কথা ভেবে, একজন সুপারস্টার হিসেবে ক্যারিয়ার বাঁচাতে আমি সবকিছু মাফ করেছি। আশা করছি অপু ভবিষ্যতে এমন ভুল আর করবে না।
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে