বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ১২:১৩:৩৭

বলিউডে পা রাখতে যাচ্ছেন শহিদপত্নি মীরা!

বলিউডে পা রাখতে যাচ্ছেন শহিদপত্নি মীরা!

বিনোদন ডেস্ক: কিছুদিন আগে করণ জোহর সঞ্চালিত অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ হাজির হওয়ার মধ্য দিয়ে ছোটপর্দায় অভিষেক হয়েছে মীরার। শোনা যাচ্ছে, খুব শিগগিরই না-কি বলিউডে পা রাখতে যাচ্ছেন শহিদপত্নি। যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন শহিদ কাপুর নিজেই। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কেউ।

তারকাপত্নি হওয়ার সুবাদে গত দু’বছরে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। এমনকি এ বছর হল অব ফেম অ্যাওয়ার্ডে সেরা স্টাইলিশ জুটির পুরস্কার ঘরে তুলেছেন শহিদ-মীরা দম্পতি।

একসঙ্গে ছবি করার পরিকল্পনা রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে ৩৬ বছর বয়সী এই অভিনেতা বললেন, এ বিষয়ে মীরা এখনও আমকে কিছু জানায়নি। তাছাড়া আমার মনে হয় না এমন কিছুর পরিকল্পনা রয়েছে ওর।

সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতি’ ছবির দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত শহিদ কাপুর। এতে তার সহশিল্পী রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে