বিনোদন ডেস্ক: ১১ আগস্ট আসতে আর বেশি বাকি নেই। ওই দিনই বক্স অফিসে জোড় লড়াইয়ে নামতে যাচ্ছে বলিউডের দুই সুপারস্টার অক্ষয় কুমার ও কিং খান শাহরুখ খান। সে লড়াইয়ে কে জিতবে, তা তো ওই দিনই বোঝা যাবে। যদিও অনেকেই বলেন, বলিউডের মসনদ নাকি অন্তত শেষ দুটো দশক খান হিরোদেরই দখলে। যদিও একথা বললে ভুল হয় না বটে, তবে খানিকটা অত্যুক্তি হয়।
কেননা খানদের পাশাপাশি অক্ষয় কুমার ও রণবীর সিং, রণবীর কাপুর ও অজয় দেবগণ দের বাজারও কিছু খারাপ নয়। আর অজয় দেবগণ তো জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এবার অক্ষয় কুমারের জাতীয় পুরস্কার প্রাপ্তি যেন সে ধারণায় সিলমোহর দিল। আর কিছুদিন আগেই করণ জোহরের সঙ্গে যৌথ উদ্যোগে ফিল্ম প্রযোজনার কথা ঘোষণা করেছিলেন সালমান। যার কেন্দ্রীয় চরিত্রে নাকি দেখা যাবে অক্ষয়কে। এবার সালমানের পাশাপাশি অক্ষয়ের ছবির প্রযোজক হওয়ার বাসনা প্রকাশ করলেন বলিউড বাদশা শাহরুখ খানও।
যদিও ফিল্ম মুক্তিকে ঘিরে অক্ষয় ও শাহরুখ শিবিরের বিরোধের খবরই শোনা যাচ্ছিল বলিউডের আনাচ কানাচে। ইমতিয়াজ আলি পরিচালিত শাহরুখ- আনুশকার ফিল্ম দ্যা রিং/রেহেনূমা আর অক্ষয়-ভূমি পেড়নিকরের ‘টয়লেট এক প্রেম কথা’ মুক্তি পাবে ১১ আগস্ট। তা নিয়ে খানিকটা সরগরম হয়েছিল বলিউড।
অনেকদিন পর দুই বড় তারকার সংঘাতকে ক্ল্যাশ অফ টাইটানস বলে অভিহিত করছিলেন অনেকে। তবে সে জল্পনায় পানি ঢাললেন শাহরুখ স্বয়ং। সমস্ত বিরোধিতার তত্ত্ব উড়িয়ে দিয়ে তাঁর দাবি, এটা কখনওই ব্যক্তিগত পর্যায়ের লড়াই নয়। তবে কি জাতীয় পুরস্কারের হাওয়া বলিপাড়ার পরিস্থিতিটাই পালটে গেল? কিং খানের কথায় অন্তত সেরকমটাই মনে হচ্ছে।
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস