বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ১২:৪০:২৯

হাসপাতালে ছুটে গেলেন অভিনেতা ওমর সানি

হাসপাতালে ছুটে গেলেন অভিনেতা ওমর সানি

বিনোদন ডেস্ক: খাইরুন সুন্দরীর অভিনেতা মুকুল তালুকদারকে মনে আছে? রবিবার রাজধানীর কাকরাইল এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

জানা গেছে, রবিবার কাকরাইল এলাকার ওই সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এই অভিনেতা। পরে তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাকে হাসপাতালে দেখতে যান অভিনেতা ওমর সানি।

ওমর সানি বলেন, মুকুল তালুকদার একজন সিনিয়রর আর্টিস্ট। রবিবার কাকরাইল এলাকায় তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। এসময় তার দুটো পা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি। তার সেরে উঠতে বেশ সময় লাগবে বলেও জানিয়েছেন ওমর সানি।

মুকুল তালুকদার খাইরুন সুন্দরীসহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন।
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে