বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান অভিনীত পরবর্তী সিনেমা টিউবলাইট। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিশ্লেষকদের ধারণা মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলবে। কিন্তু মুক্তির আগেই ২০০ কোটি রুপির উপরে আয় করেছে টিউবলাইট।
টিউবলাইট সিনেমাটির নির্মাণে খরচ হয়েছে ১০০ কোটি রুপি। তবে সিনেমাটির ভারত ও চীনের প্রদর্শন স্বত্ব বিক্রি হয়েছে ২০০ কোটি রুপির বেশি মূল্যে। এর আগে মধ্য ইন্ডিয়া ছাড়া পুরো ভারতে টিউবলাইট সিনেমাটির প্রদর্শন স্বত্ব ১৩২ কোটি রুপিতে কিনে নিয়েছে এনএইচ স্টুডিও। এবার চীনে সিনেমাটির প্রদর্শন স্বত্ব ৭৫ কোটি রুপিতে কিনে নিয়েছে একটি চীনা প্রতিষ্ঠান। দুই দেশের প্রদর্শন স্বত্ব মিলে মোট ২০৭ কোটি রুপি তুলে নিয়েছেন নির্মাতারা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা টিউবলাইট। সালমান খান ছাড়াও টিউবলাইট সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঝু ঝু ও সোহেল খান। এ ছাড়া একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটি পরিচালনা করছেন কবির খান। আগামী ২৫ জুন মুক্তি পাবে সিনেমাটি।
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস