বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ০১:২৭:৫৯

সত্তায় কাকতাল মিল! ঘটনা প্রকাশের পর ... বেড়েছে

সত্তায় কাকতাল মিল! ঘটনা প্রকাশের পর ... বেড়েছে

বিনোদন ডেস্ক: গত শুক্রবার মুক্তি পেয়েছে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত শাকিব খান ও পাওলি দাম অভিনীত ‘সত্তা’ ছবিটি। এ ছবিটি যখন মুক্তি পায় তখন শাকিব-অপুর সম্পর্কের টানাপড়েন সম্পর্কে দর্শক জানলেও তাদের যে একটি সন্তানও রয়েছে তা কিন্তু সবার কাছে পরিষ্কার ছিল না।

গত সোমবার অপু যখন টিভি চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোরের মাধ্যমে বাচ্চাসহ হাজির হন এবং তার প্রতি শাকিবের অবহেলার চিত্র তুলে ধরেন তখন দর্শক ছবির গল্পের সঙ্গে শাকিব-অপুর ব্যক্তিগত জীবনের মিল খুঁজে পান। এ যেন এক কাকতালীয় ব্যাপার। সবার প্রশ্ন যখন ছবিটি মুক্তি পেল তখনই শাকিব-অপুর দ্বন্দ্ব ও তাদের বাচ্চা সবার সামনে এলো।

বিষয়টি সত্যিই দর্শকদের নজর কেড়েছে। তাই তারা ছবিটি দেখতে আরও আগ্রহী হয়ে উঠেছে। নির্মাতা বলছেন, ঘটনা প্রকাশের পর থেকে ছবির সেল আরও বেড়েছে। সবাই বাস্তবে শাকিব-অপুর দ্বন্দ্ব স্বচক্ষে দেখতে না পারলেও ‘সত্তা’ ছবির মাধ্যমে তা দেখে কিছুটা হলেও ঘটনাটি মিলিয়ে নিচ্ছেন।
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে