বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০৭:৫৪:১৫

কোচির চলচ্চিত্র উৎসবে জয়া

কোচির চলচ্চিত্র উৎসবে জয়া

বিনোদন ডেস্ক : মুক্তির পাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই ‘রাজকাহিনী’ মুকুটে জুড়ল স্বীকৃতির পালক৷ ইতোমধ্যেই ছবি নানামহলে দর্শকের প্রশংসা কুড়িয়েছে৷ এবার সৃজিৎ মুখোপাধ্যায়ের এ ছবিটি কোচির চলচ্চিত্র উৎসবে এলআইএফএফ-এ ‘সিনেমা ফর উইম্যান’ বিভাগে প্রবেশ করল৷ এ ছবি আক্ষরিক অর্থেই নারীদের ছবি৷ তবে শুধু নারীদের নয়৷ পটভূমিকায় আছে দেশভাগের ইতিহাস৷ এক অমানবিক রাজনৈতিক সিদ্ধান্ত কিভবে কিছু প্রান্তিক নারীর জীবনে বিপর্যয় নামিয়ে এনেছে এ ছবি দেখিয়েছে তারই রূপরেখা৷ দেশভাগ বলতে ইতিহাস যতটুকু দেখায়, অতিহাসের নিয়তি ছড়িয়ে আছে তা থেকে আরও বহু দূরে৷ আরও বিপর্যয়, আরও বিপন্নতা লেখা আছে সে অলিখিত ইতিহাসে৷ পরিচালক প্রান্তিক রমণীদের লড়াইয়ের মধ্যে সেই না লেখা ইতিহাসকে তুলে দিয়েছেন বর্তমান প্রজন্মের হাতে৷ নানা সমালোচনা ঘিরে আছে ছবিতে৷ তবে একটা ব্যাপারে সকলে নিশ্চিত, এ ছবিতে প্রত্যেকে যা অভিনয় করেছেন, তা বাংলা ছবির সম্পদ৷ এ ছবি যে লম্বা দৌড়ের ঘোড়া সে ব্যাপারেও নিশ্চিত অনেকে৷ কোচির চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন দিয়ে হয়ত সেই যাত্রাই শুরু হল৷ এরপরই দেখা যাবে কোথায় গিয়ে থামে এই ঘোড়ার দৌড়। ২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে