বিনোদন ডেস্ক: মডেল-অভিনেতা নিরব ইসলামের নায়িকা হলেন শোবিজের পরিচিত মুখে মডেল অভিনেত্রী সালহা খানম নাদিয়া। তবে এটি বড় পর্দায় নয়, ছোটপর্দার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। যার নাম ‘বিসর্জন’। যেটি রচনা ও সংলাপ লিখেছেন পরিচালক মিনহাজ আল দ্বীন।
নিরব ইসলাম বলেন, ‘বিসর্জন’-এ একটি গল্প বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস কাজটি সবাইকে মুগ্ধ করবে।’ নাদিয়া বলেন, ‘নিরবের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। মিনহাজ ভাইয়ের নির্মাণ চেতনাও বেশ চমৎকার। সব মিলিয়ে একটি গোছানো কাজ হলো ‘বিসর্জন’-এর মাধ্যমে।’
নির্মাতা মিনহাজ আল দ্বীন বলেন, ‘ভালো একটি গল্পের ওপর ভিত্তি করে নির্মাণ করেছি বিসর্জন। এখানে দুটি গান ব্যবহার করা হয়েছে যার ফলে দর্শকদের একটি আনন্দময় বিষয়ের সাথে শিক্ষনীয় বিষয় উপহার দেবে। অভিনয়শিল্পীরাও ভালো করেছেন।’
‘বিসর্জন’ নামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নিরব-নাদিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন পরিচালক মিনহাজ আল দ্বীন, একে আজাদ আদর। এতে থাকছে দুটি গান। যা গেয়েছেন ইমরান ও সোহেল রাজ। চলতি মাসেই ‘বিসর্জন’ ইউটিউবে মুক্তি পাবে।-জাগো নিউজ
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস