বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে অনেক আলোচনা আর সমালোচনা তো হলো। এবার একটু ব্যাতিক্রম চমক দিতে যাচ্ছেন শাকিব। শাকিব খানের নতুন ছবি 'রংবাজ' নিয়ে তো অনেক জল ঘোলা হলো। রংবাজে কে হবেন শাকিবের নায়িকা? সেই প্রশ্নের উত্তর নিজেই দিবেন শাকিব।
এই ছবিতে শাকিবের বিপরীতে বুবলীর নাম আসার পর যা হয়েছে তা সবাই কম-বেশি অবগত। এবার চমক আবার সেই নায়িকা নিয়ে। আর এটা শাকিব খান নিজেই তার ফেসবুক ভেরিফাইড জানিয়েছেন।
ফেসবুকে শাকিব খান লিখেছেন, ‘আগামীকাল বিকেলে ‘রংবাজ’ সিনেমার মহরত অনুষ্ঠিত হবে গুলশানের একটি রেস্টুরেন্টে। মহরত প্রোগ্রাম কোথায় অনুষ্ঠিত হবে তা সাংবাদিক ভাইদের জানানো হবে। সেই সাথে 'রংবাজ' এর নায়িকা কে হচ্ছে সেটা নিয়ে চমক থাকছে। সবাই আমার নতুন ছবির জন্য দোয়া করবেন’।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস