বিনোদন ডেস্ক: বেগমজান মুক্তি পাবে না নওয়াজ শরিফের দেশে। পাকিস্তানের সেন্সর বোর্ড নাকি জানিয়ে দিয়েছে, সৃজিতের বেগমজান-কে মুক্তি দেবে না তারা।
ভারত, পাকিস্তান ভাগের কোনও বিষয়ই সে দেশে মুক্তি পাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে সেন্সর বোর্ডের পক্ষ থেকে।
একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এ বিষয়ে ‘দুঃখপ্রকাশ’ করেছেন সিনেমার প্রযোজক মহেশ ভাট। তিনি বলেন, বেগমজানকে একবার দেখার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু, পাকিস্তানি সেন্সর বোর্ড সেখানেও না করে দিয়েছে।
মহেশ ভাটের ডিস্ট্রিবিউটররা ইতিমধ্যেই সে কথা মহেশ ভাটকে জানিয়ে দিয়েছেন। আর তা জানতে পেরেই তিনি ‘দুঃখ’ পেয়েছেন বলে নিজেই দাবি করেছেন। শাহরুখ খানের রইস, তপসি পান্নুর নাম শাবানা-কে মুক্তি দেয়নি পাকিস্তান। আমিরের দঙ্গলের ক্ষেত্রে বিষয়টি অবশ্যই অন্যরকম।
দঙ্গল-এর মুক্তিতে সিনেমা থেকে ভারতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত বাদ দেওয়ার কথা জানিয়েছিল পাকিস্তান। কিন্তু, তাতে না করে দিয়েছেন আমির। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে বাদ দিয়ে পাকিস্তানে কিছুতেই মুক্তি পাবে না দঙ্গল।
আর এবার বেগমজানের পালা। পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করতে না দেওয়ায় বার বার তার বিরোধিতা করেছেন মহেশ ভাট। এমনকী, শিল্পের সঙ্গে ওই বিষয়টি কোনওভাবেই জড়িয়ে ফেলা উচিত নয় বলেও দাবি করেছেন তিনি।
কিন্তু, তারপরেই যে বেগমজানকে ছাড়বে না পাকিস্তান, তা হয়তো আশা করেননি মহেশ ভাট।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে