শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭, ১০:৫৭:১৭

লাকী আখন্দের দাফন বুদ্ধিজীবী কবরস্থানে

লাকী আখন্দের দাফন বুদ্ধিজীবী কবরস্থানে

বিনোদন ডেস্ক:কিংবদন্তী সঙ্গীত স্রষ্টা লাকী আখন্দকে আগামীকাল শনিবার রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
এমনটাই জানিয়েছেন লাকী আখন্দের ভাতিজা রিফাত। এর আগে তিনি জানিয়েছিলেন লাকী আখন্দকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।

রিফাত বলেন, বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করার আগে সকাল ১০টায় বাসার পাশে আরমানিটোলা মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এরপর বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হবে। এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক উপস্থিত থাকবেন।

রিফাত আরও জানান, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১টায় মরহুমের আরেকটি নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজাবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, ফুসফুসে ক্যান্সার আক্রান্ত লাকী আখন্দ শুক্রবার (২১ এপ্রিল) মারা যান। দুপুরের পর এই শিল্পীর শারীরিক অবস্থা গুরুতর খারাপ হলে আজ সন্ধ্যায় আরমানিটোলার বাসা থেকে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা এ শিল্পীকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬১ বছর।
২১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে