রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭, ০৪:৪১:২৮

এই ঈদে মুখোমুখি জিৎ ও দেব; লড়াই হবে বক্স অফিসে

এই ঈদে মুখোমুখি জিৎ ও দেব; লড়াই হবে বক্স অফিসে

বিনোদন ডেস্ক : জিৎ আর দেবের মধ্যে ঠান্ডা লড়াই অব্যাহত৷ তবে এই দুই নায়কের ছবি বক্স অফিসে হাজির হলে এই লড়াইয়ে বারুদ লেগে আগুন ছোঁটে৷ দু’ভাগ হয়ে যায় জিৎ ও দেবের ফ্যান ক্লাব৷

এবার ঈদে এই ঘটনাটাই ঘটতে চলেছে৷ একদিকে মুক্তি পাবে দেবের চ্যাম্প, তো অন্যদিকে বক্স অফিসে বস-২ নিয়ে ঈদের হাজির হতে চলেছেন জিৎ৷ ইতিমধ্যে চ্যাম্পের ফার্স্টলুক নিয়ে টলিউডে বেশ কানাঘুষো৷ দেবের নতুন লুক মনে ধরেছে সবার ৷

অন্যদিকে বস ২-এর টিজার সবার সামনে এনে তাক লাগিয়েছেন জিৎ-ও৷ একেবারে অ্যাকশন প্যাকড মুডেই দেখা যাবে জিৎকে এই ছবিতে৷ চ্যাম্প ছবিতেও, দেব হলেন বক্সার!

বস-২ তে জিৎ ছাড়াও রয়েছে কলকাতার শুভশ্রী ও ঢাকার নুসরাত ফারিয়া। ছবিটা পরিচালনা করছেন বাবা যাদব। অন্যদিকে চ্যাম্প ছবিতে দেবের নায়িকা হলেন তারই প্রেমিকা রুক্মিণী। ছবিটা পরিচালনা করছেন রাজ চক্রবর্তি।
২৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে