বিনোদন ডেস্ক : বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন টলিউড অভিনেতা হিরণ৷ পশ্চিমবঙ্গের ৬ নম্বর জাতীয় সড়কের রাণিহাটি মোড়ে দুর্ঘটনার কবলে পড়ল অভিনেতা হিরণের গাড়ি৷ গুরুত্বর আহত হয়েছেন হিরণ৷ হিরণকে নিয়ে আসা হয়েছে কলকাতাতে ৷
৬ নম্বর জাতীয় সড়কের রাণিহাটি মোড়ে হিরণের গাড়িতে এসে ধাক্কা মারে একটি দূরপাল্লার বাস৷ ধাক্কার জেরে উল্টে যায় অভিনেতার গাড়ি৷ আহত হিরণকে উদ্ধার করে স্থানীয় পুলিশ৷ পায়ে গুরুতর আঘাত লাগে হিরণের৷ তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে কলকাতায়৷
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, উলুবেরিয়ার বাড়িতে গিয়েছিলেন হিরণ৷ ফিরছিলেন কলকাতায়৷ নিজেই চালাচ্ছিলেন গাড়ি৷ রাণিহাটি মোড়ে সিগনালে একটি দূরপাল্লা বাস এসে ধাক্কা মারে হিরণের গাড়িতে৷ বাসের ধাক্কায় একেবারে উল্টে যায় হিরণের গাড়ি৷ হিরণের পা ও হাতের চোট বেশি গুরুত্বর বলে জানা গেছে ৷
২৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস