আসছে বিনোদনধর্মী টেলিভিশন চ্যানেল ‘জাজ টিভি’
বিনোদন ডেস্ক : দেশিয় চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে জাজ মাল্টিমিডিয়া আনতে যাচ্ছে বাংলা বিনোদনধর্মী টেলিভিশন চ্যানেল জাজ টিভি। যেখানে সারাদিন বাংলা সিনেমার গান, টেইলর, খবর, শিল্পী কলাকউসুলিদের আড্ডা, আলোচনা, ইন্টার্ভিউ থাকবে। থাকবে আমাদের এফ ডি সি-এর নানান খবর। ২৪ ঘণ্টা চলবে মুক্তি প্রতীক্ষিত সিনেমা এর গান, ক্লিপ, টেইলর।
এ কারণে গত বছর চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্র বিষয়ক টেলিভিশন চ্যানেল ‘জাজ টিভি’ প্রতিষ্ঠা করার ঘোষনা দেয়। এরপর অনেকদিন কোনও আপডেট না থাকলেও সম্প্রতি তিনি আবারো সোচ্চার হয়েছেন চলচ্চিত্র বিষয়ক ‘জাজ টিভি’র জন্য। সে অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করে, আগামী সপ্তাহেই সরকারের কাছে অনুমোদনের জন্য আবেদন করছে বলে জানিয়েছেন চ্যানেলটির কর্ণধার আব্দুল আজিজ।
সর্বশেষ বৃহস্পতিবার জাজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। সেখানে জাজ টিভির প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়। স্ট্যাটাসে বলা হয়, ‘বাংলাদেশ চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে হলে, সবার আগে যেটা দরকার, সেটা হল ব্যবসা সফল চলচ্চিত্র। বছরে অন্তত ১২টা সুপার হিট সিনেমা হলে আবার ঘুরে দাঁড়াবে আমাদের এই চলচ্চিত্র।’
চলচ্চিত্র একটা শিল্প, এটি সবচেয়ে বড় গন মাধ্যম, আবার একই সাথে একটি বাণিজ্যের ক্ষেত্রও। একটা সিনেমা বানাতে প্রযোজকে অনেক টাকা খরচ করতে হয়। যদি প্রযোজক সিনেমা বানিয়ে টাকা ফেরত না পান, তবে পরে আর সিনেমা বানাতে তার আগ্রহ হারিয়ে যায়। ফলে সেই পরিচালক অন্য ব্যবসায় চলে যান।
সিনেমার ব্যবসা করতে হলে, সবার আগে দরকার সিনেমা হল ও হলের ভালো পরিবেশ। কিন্তু সিনেমার ব্যবসা মন্ধা থাকলে হল মালিকরা হল চালাতে চায়না। বা ব্যবসা মন্দার কারণে বন্ধ হলগুলি খুলছে না। একসময় বাংলাদেশে ছিল ১৪০০ সিনেমা হল, এখন আছে ৩৩০ টি। হল বেড়েছে কিন্তু দিনে দিনে এই হলগুলো দর্শক প্রিয়তা হারিয়ে ফেলছে।
সেখানে আরো বলা হয়েছে, ‘আরো একটা জিনিস দরকার, সেটা হল শুধু বাংলা সিনেমার জন্য টিভি চ্যানেল। সেখানে সারাদিন বাংলা সিনেমার গান, ট্রেলার, খবর, শিল্পী কলাকুশলীদের আড্ডা, আলোচনা, ইন্টারভিউ থাকবে। থাকবে আমাদের এফডিসির খবর। ২৪ ঘণ্টা চলবে আপকামিং সিনেমার গান, ক্লিপ, ট্রেলার। মানে- চাই একটি ১০০% সিনেমা চ্যানেল। তাহলে দেশের সবাইকে আমরা জানাতে পারব কি সিনেমা আসছে। দর্শককে আকৃষ্ট করলেই করতে পারবো হলমুখি। ঠিক যেভাবে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি।’
আমাদের দেশের চলচ্চিত্রপ্রেমীরা ছবি প্রচারনার জন্য বহুদিন যাবত একটি টিভি চ্যানেলের কথা বলে আসছেন। ফেসবুকের বাংলা চলচ্চিত্র গ্রুপে এই নিয়ে অনেকে অনেকবার পোস্ট দিয়েছেন। সর্বশেষ নাহিদ নামে একজন চলচ্চিত্রপ্রেমীর পোস্টে ২০১৬ সালে একটি চ্যানেল খোলার কথা বললেন জাজ মাল্টমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ।
তিনি আরও বলেন, ঐ চ্যানেলে শুধুমাত্র জাজের ছবি বা তাদের গানই চালাবে না তারা। অন্যদের ছবি এবং ছবির গানও তাদের চালাবেন। আবদুল আজিজ শাকিব খান এবং অনন্ত জলিলের সাথে তাদের কোন বিরোধ নেই জানিয়ে বলেন, এইবারের ঈদে তাদের প্রজক্টোর মেশিনে সবার ছবিই চালানো হবে।
২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�