ম্যানিব্যাগ-এ ইমন-পিয়া
বিনোদন ডেস্ক : ভাগ্য বিড়ম্বিত এক বেকার তরুণের কষ্টের পাশাপাশি তার পাওয়া না পাওয়া ভালবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি 'মানিব্যাগ'। মূলত এই গল্পটি এগোতে থাকে একটি অলৌকিক মানিব্যাগকে কেন্দ্র করে। যে মানিব্যাগটি সবসময় থাকে ফাঁকা কিন্তু প্রয়োজনের সময় ঠিক যেন কেউ এসে ভর্তি করে দেয়! ঘটনাটি সত্যি নাকি কল্পনা-এটা জানা যাবে গল্পের শেষে।
নাটক সম্পর্কে নির্মাতা মইনুল ওয়াজেদ রাজীব বলেন, ‘এটি একটি শিক্ষামূলক গল্পের নাটক। দর্শক এখানে বিনোদনের পাশাপাশি অনেক কিছুই শিখতে পারবে। নাটকটি সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’
এটি রচনা করেছেন এস এম সোহেল খান। যৌথভাবে পরিচালনা করেছেন এস এম সোহেল খান ও মইনুল ওয়াজেদ রাজীব। নাটকটিতে মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমন ও পিয়া বিপাশা। এছাড়াও রয়েছেন, নিঝুম রুবিনা, আবির খান, প্রিন্স, জিয়া তালুকদারসহ আরো অনেকে।
কারিমুল হাই নাঈমের প্রযোজনায় মানিব্যাগ নাটকটি পূজা উপলক্ষে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।
২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�