সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭, ১০:০৮:২৯

দীর্ঘদিন পর গণমাধ্যমের সামনে এসে যা বললেন সুস্মিতা

দীর্ঘদিন পর গণমাধ্যমের সামনে এসে যা বললেন সুস্মিতা

বিনোদন ডেস্ক: সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা সুস্মিতা সেন নিজের গ্ল্যামার আর অভিনয় দিয়ে জয় করেছিলেন দর্শকদের মন। তবে হঠাৎ করেই বলিউডের রুপালি পর্দার জগত থেকে উধাও হয়ে গেলেন এ তারকা অভিনেত্রী।

নিজের মতো করেই দিন কাটাচ্ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইন্সটাগ্রাম’র মাধ্যমে সংযুক্ত ছিলেন ফ্যানদের সাথে।

তবে সম্প্রতি একটি পানির বিজ্ঞাপনে অংশ নিতে গিয়ে গণমাধ্যমের সামনে আসেন সুস্মিতা। বিজ্ঞাপনের শুটিং শেষে সুস্মিতা জানান, ইচ্ছা করেই শোবিজ মুখি হচ্ছেন না তিনি। কারণ তেমন কিছুই না। নিজের মনের মতো ছবির স্ক্রিপ্ট পাচ্ছেন না বলে।

যখন মনের মতো স্ক্রিপ্ট হবে তখনই আবার পর্দায় ফিরে আসবেন। এদিকে ৪১ বছর বয়সী এই তারকাকে নিয়ে কাজ করতে আগ্রহী বলিউডের প্রযোজক ও পরিচালকরাও। এবার ব্যাটে বলে মিলে যাওয়ার অপেক্ষা।
২৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে