সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭, ১১:৩০:৫৩

তিন তালাকে বিশ্বাস করি না: সাইফ

তিন তালাকে বিশ্বাস করি না: সাইফ

বিনোদন ডেস্ক: জাতীয়তাবাদ চমৎকার, গুরুত্বপূর্ণ, তাই বলে কি এটা হিন্দুধর্মের সমার্থক?‌ প্রশ্ন অভিনেতা সাইফ আলি খানের। এরপরেই নিজের মত স্পষ্ট করে সাইফ জানিয়েছেন, তিনি এমনটা মনে করেন না। ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বহু সংখ্যালঘু রয়েছেন। এইভাবে তাঁরা বিব্রত হবেন। তবে অভিনেতা হবার সুবাদে তিনি বিশেষ সুবিধা পেয়ে থাকেন। তাই এই সমস্ত বিষয়ে তাঁর কোনো ক্ষতি হয় না।

মুসলিম সমাজে প্রচলিত তিন তালাক নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সাইফ বলেন, ‘‌আমি আগে একটি বিবাহ করেছি। এবং বিচ্ছেদ হয়েছে। তবে তিন তালাকের পথ বেছে নিইনি। ভারতের সংবিধান মেনে বিশেষ বিবাহ আইনে কারিনাকে বিয়ে করেছি। ’‌ সারা বিশ্বে যেভাবে ইসলাম বিদ্বেষ বাড়ছে তাতে তিনি ভীত বলে জানিয়েছেন এই অভিনেতা। তাঁর মতে, কোন ব্যক্তি কেমন সেটা বিবেচ্য নয়, সকলকেই এক রকম ভাবা হয়।

পাকিস্তানি অভিনেতাদের ভারতে কাজের ওপর নিষেধাজ্ঞার বিরোধী সাইফ। তাঁর কথায়, অন্যান্য ব্যবসার মতোই প্রতিবেশী দেশের সঙ্গে যে নিয়ম মানা হয়, সিনেমার ক্ষেত্রেও সেই নিয়ম মানা উচিত। সূত্র: আজকাল
২৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে