মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭, ০১:২৪:৫০

চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা খেলেন শাকিব খান!

চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা খেলেন শাকিব খান!

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নির্মাণে আলোচিত অভিনেতা শাকিব খানকে বিরত রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এছাড়া গণমাধ্যমে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেয়ার কথা তুলে ধরে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশও দিয়েছে সংগঠনটি।

সোমবার পরিচালক সমিতির পক্ষ থেকে সমিতির সদস্যদের উদ্দেশ্যে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

সমিতির মহাসচিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি শাকিব খান জাতীয় পত্রিকা ও মিডিয়ায় চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেওয়ায় সমিতির ভাবমূর্তি ও সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির উকিল নোটিশকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন শাকিব। তিনি জানান, উকিল নোটিশে কথা সবার মুখে মুখে শুনেছেন। পত্রিকায় দেখেছেন। কিন্তু এটি আদৌ সত্য নয় বলে মনে হয় তার। কারণ এখনো তার হাতে উকিল নোটিশের কপি পৌছেনি। যদি চলচ্চিত্র পরিচালক সমিতি পাঠাতোই, তবে এতক্ষণে তার হাতে নোটিশটি থাকার কথা ছিল।

পুরো ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে শাকিব খান বলেন, ‘আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে একটি মহল। আমাকে ধ্বংস করতে চায়। আমি অনেক কষ্ট করে আজকে নায়কদের মধ্যে এক নম্বর হয়েছি। আমিই মানে কিন্তু ইন্ডাস্ট্রি। আমাকে ধ্বংস করলে সিনেমা ইন্ডাষ্ট্রিরই ক্ষতি হবে। বিষয়টি বোকারা বোঝেও না বোঝার ভান করছে।’

ঢাকার এই তারকা বলেন, আমার কাছে উকিল নোটিশের বিষয়টি পুরোই ভুয়া মনে হচ্ছে। এটা আসলে রটানো হয়েছে। এই কাজে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব আর দুয়েকটি সংবাদমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। আমাকে যে কোনো মূল্যে ধ্বংস করাই একটি মহলের মূল ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
২৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে