মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭, ০৬:২০:৪৫

সালমান শাহের সাথে যে চক্রান্ত হয়েছিলো, আমার সাথেও হচ্ছে : শাকিব খান

সালমান শাহের সাথে যে চক্রান্ত হয়েছিলো, আমার সাথেও হচ্ছে : শাকিব খান

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের তারকা অভিনেতা শাকিব খানের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ব্যক্তিগত ও পেশাগত সব দিক দিয়েই বিপদ তাকে ঘিরে ধরেছে। নাটকীয়তার মধ্য দিয়েই যাচ্ছে তার জীবন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সঙ্গেও শাকিবের দ্বন্দ্ব ব্যপক আকৃতি ধারণ করেছে। শাকিবকে আইনি নোটিশ দেয়ার পর তাকে নিয়ে ছবি নির্মাণ বন্ধের আহবান জানিয়েছে সমিতি।

এমন অবস্থায় শাকিব তার ফেসবুক ভেরিফাইড পেজে জানিয়েছেন, ‘১৯ শে জুলাই ১৯৯৬ সালে প্রয়াত নায়ক সালমান শাহের সাথে যেভাবে চক্রান্ত শুরু হয়েছিল, ঠিক বর্তমানে একই কাজটি আমার সাথে হচ্ছে। তাই আমিও একটা কথাই বলবো, চলচ্চিত্রের স্বার্থেই আমার বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করুন।’

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অভিযোগের প্রেক্ষিতে তিনি তার আর একটি পোস্টে জানিয়েছেন, ‘আমি এমন কোনো কথা বলিনি যার জন্য আমাকে নিয়ে কাজ না করতে পরিচালকদের আহ্বান করতে হবে। আমি বলেছি ইন্ডাস্ট্রির বেশিরভাগ পরিচালক বেকার। মিথ্যা তো বলিনি। এটা সবাই জানেন যে এখন আমাদের এখানে ছবির সংখ্যা কমে গেছে। হল কমছে, নানা সমস্যা আছে। সেসবের নেতিবাচক প্রভাবেই ছবিও কমছে। সবাই মিলে সব সমস্যার মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। আমরা চেষ্টাও করছি। কিন্তু কিছু লোকজন আমাকে কেন জানি সহ্য করতে পারছেন না।’

এদিকে চলচ্চিত্র নির্মাণে আলোচিত অভিনেতা শাকিব খানকে বিরত রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এছাড়া গণমাধ্যমে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেয়ার কথা তুলে ধরে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশও দিয়েছে সংগঠনটি।

সোমবার পরিচালক সমিতির পক্ষ থেকে সমিতির সদস্যদের উদ্দেশ্যে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমিতির মহাসচিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি শাকিব খান জাতীয় পত্রিকা ও মিডিয়ায় চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেওয়ায় সমিতির ভাবমূর্তি ও সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
২৫ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে