বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭, ০১:২৮:৩৭

ভয়ংকর ঝড়ের কবলে পড়ে পুরো শুটিং ইউনিট লণ্ডভণ্ড

 ভয়ংকর ঝড়ের কবলে পড়ে পুরো শুটিং ইউনিট লণ্ডভণ্ড

বিনোদন ডেস্ক: বৈশাখী ঝড়ের কবলে পড়েছিলেন নাটকের একটি শুটিং ইউনিট। পাবনায় পদ্মার চরে শুটিং করতে গিয়ে বড় ধরনের এ ঝড়ের মধ্যে পড়েন তারা। শুটিং ইউটিটে ছিলেন অভিনেতা মামুনুর রশীদ, স্পর্শিয়া, জয়রাজ, সোহেল রানাসহ বেশ কয়েকজন শিল্পী। ঝড়ে পুরো ইউনিট লণ্ডভণ্ড হয়ে যায়। ক্যামেরা ছাড়া ইউনিটের বেশিরভাগ জিনিসপত্র উড়ে চলে যায়।

ঘটনাটি ঘটে রবিবার (২৩ এপ্রিল) রাতে। স্পর্শিয়ার ভাষ্য, ‘ঝড় তো মাঝে মাঝেই হয়। কিন্তু এটি এমন আচমকা শুরু হলো যে, আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। এমন তাণ্ডব, তা বলার মতো না। আমাদের তাবু, চেয়ার, টেবিল, অন্য যন্ত্রপাতি সব উড়ে চলে যায়। আমরা প্রাণ বাঁচাতে সবাই মাটিতে শুয়ে পড়ি।

সহকারী পরিচালক দুজন কোনও রকম ক্যামেরা বুকে নিয়ে মাটিতে পড়ে ছিল। এমন একটা অবস্থা যে, আমাদের উদ্ধারের কোনও পথ নেই। ঝড় থামার পর আমরা মুক্তি পাই।’
এটা ছিল প্রথম দফার ঘটনা। এর পরের দিন আবারও ঝড়ের মুখে পড়েন। তবে মেঘ দেখে আগেই তারা নিরাপদ স্থানে চলে যান।

স্পর্শিয়া বলেন, ‘সকালে আবার যখন মেঘ দেখি, দ্রুত আমরা পল্টনের দিকে যাই। যেখানে ট্রলার ভিড়ে। সেখানকার লোহার ঘরগুলোতে আশ্রয় নিই।’

এদিকে নাটকের শুটিং ইউনিট সূত্রে জানা যায়, সবাই ভালোভাবেই ঢাকায় ফিরতে পেরেছেন। মামুনুর রশীদ ও স্পর্শিয়া কিছু অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন তারা বেশ ভালো আছেন। মূলত ‘কলসী’ নাটকটি চরকেন্দ্রিক। তাই চরেই এর দৃশ্যধারণ করা হয়।
২৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে