বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭, ০৬:৩১:০৯

আজান বিতর্কে এবার সুর নরম করলেন সোনু নিগম

আজান বিতর্কে এবার সুর নরম করলেন সোনু নিগম

বিনোদন ডেস্ক : এবার আজান বিতর্কে সুর নরম করলেন বলিউড গায়ক সোনু নিগম। বললেন, এসব নিয়ে আলোচনা বন্ধ করা উচিত। টুইটার বার্তায় তিনি লিখেছেন, আমার পক্ষে হোক বা বিপক্ষে, আমার বক্তব্যের সমর্থন করুন আর না করুন, এ নিয়ে আলোচনা বন্ধ হোক। সামনে তাকান, এগিয়ে চলুন।

ভারতে বলপূর্বক ধার্মিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সোনু নিগম। আজানের জন্য লাউডস্পিকারের ব্যবহার নিষিদ্ধ হওয়া উচিত বলেছিলেন তিনি। যা নিয়ে কম জলঘোলা হয়নি। সোনু নিগমের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়। প্রতিবাদে মাথা ন্যাড়া করেন তিনি। অনেকে আবার সোনুর বক্তব্যর সমর্থনও করেছিলেন।

তবে বিতর্ক থামাতে কয়েকদিন আগে টুইটারে আজানের ভিডিও পোস্ট করেছিলেন সোনু নিগম। সেটা নিয়েও ঝামেলায় পড়েন জনপ্রিয় এই সংগীত তারকা। তারপর ফের বার্তা দিলেন তিনি যে এই বিতর্ক থেকে এখন সামনে যাওয়া উচিত। বলা বাহুল্য এখন সোনু থেমে যেতে চাইছেন।

গত ১৭ এপ্রিল সাত সকালেই টুইটারে বোমা ফাঁটান সোনু নিগম। মুসলিম না হওয়া সত্ত্বেও কেন আজানের আওয়াজে ঘুম ভাঙবে, এ প্রশ্ন তুলে রীতিমত বিতর্ক উসকে দিয়েছেন সোনু। সেদিনের সেই বিতর্কিত টুইট আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। রাজনৈতিক নেতা থেকে ধর্মীয় গুরু এমনকি বলিউডের তারকারাও এই ইস্যুতে মুখ খোলেন। কেউ কেউ সোনুকে সমর্থন করেন আবার কেউ কেউ সোনুর সমালোচনা করেন।
২৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে