বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ০৪:৩৫:৫২

আমি কেকেআর থেকে অনেক ভালো ক্রিকেট কমেন্ট্রি করতে পারি: রাখি

আমি কেকেআর থেকে অনেক ভালো ক্রিকেট কমেন্ট্রি করতে পারি: রাখি

বিনোদন ডেস্ক: আইপিএলে গুজরাট লায়ন্স ও কিংস ইলেভেনের খেলায় কমেন্ট্রি করেছেন অভিনেতা কামাল রশিদ খান। কিন্তু, সেই কমেন্ট্রি পছন্দ হয়নি রাখি সাওয়ান্তের।

সরাসরি বললেন, তিনি কামাল রশিদ খানের থেকে অনেক ভালো কমেন্ট্রি করতে পারবেন। কীভাবে কমেন্ট্রি করতে হয় তা নাকি শেখাতেও পারবেন কামালকে।

নিজের ফেসবুক পেইজে রাখি পোস্ট করেছেন, এটা কী রকম কমেন্ট্রি? যা ইচ্ছে তাই বলবে। আমি কলকাতা নাইট রাইডার্স-র থেকে অনেক ভালো কমেন্ট্রি করতে পারি, শেখাতেও পারি।

এদিকে রাখির এই পোস্টের পর থেকে শুরু হয়েছে বিতর্ক। টুইটার পেজে অনেকে রাখির সমালোচনা করেছেন, কেউ কেউ আবার রাখির সঙ্গে সহমত ব্যক্ত করেছেন। তবে এনিয়ে প্রতিক্রিয়া দেননি কামাল রশিদ খান। তিনি কী জবাব দেন, সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকে।

গুজরাট লায়ন্স ও কিংস ইলেভেনের খেলায় কামাল রশিদ খানের কমেন্ট্রি নজর কেড়েছিল দর্শকদের। ক্রিকেট ভক্তদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাঁর পরবর্তী সিনেমা নিয়ে তথ্য দিয়েছেন তিনি।
২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে