বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ০৬:৪৭:০৫

বাহুবলীর টিকিট কাটতে দর্শকদের ৩ কিলোমিটার লম্বা লাইন!

বাহুবলীর টিকিট কাটতে দর্শকদের ৩ কিলোমিটার লম্বা লাইন!

বিনোদন ডেস্ক : বাহুবলীকে কেন মেরেছিল কাটাপ্পা, শুধু এই প্রশ্নের উত্তর জানতেই এত ভিড়! বছর দু'য়েক ধরে চলতে থাকা অন্যতম 'গুরুত্বপূর্ণ' এই প্রশ্নের উত্তর পেতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। আগামিকালই মুক্তি পেতে চলেছে 'বাহুবলী ২: দ্য কনক্লুশন'। খুব স্বাভাবিক ভাবেই বাহুবলী-জ্বরে আক্রান্ত গোটা ভারত। তারই কিছুটা নমুনা দেখল হায়দরাবাদ।

হাতে তখনও দু'দিন বাকি। তার আগে, বুধবার থেকেই অগ্রিম টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়ালেন বাহুবলী প্রেমিকরা। সম্প্রতি হায়দরাবাদের নেকলেস রোডের একটি সিনেমা হলের সামনের সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, প্রসাদ'স আইম্যাক্স থিয়েটার নামের ওই হলটির সামনে প্রায় তিন কিলোমিটার লম্বা লাইন পড়েছে। শুধু তাই নয়, ভিডিওটি রেকর্ড করা হয়েছে সকাল ৭টার সময়!

সামনেই শনি, রবি- ছুটির দিন। সঙ্গে উপরি পাওনা হিসাবে যুক্ত হয়েছে সোমবারও। ওই দিন মে দিবস। ফলে টানা তিন দিনের ছুটিতে হলমুখো হবেনই দর্শক। সুতরাং দিনের দিন টিকিট পেতে সমস্যা হতে পারে। তাই টিকিট পাওয়া সুনিশ্চিত করতেই সাত সকালে এমন লম্বা লাইনে দাঁড়িয়েছেন বাহুবলী ফ্যানরা।

হায়দরাবাদে বেশির ভাগ হলেই বাহুবলীর টিকিটের নূন্যতম দাম ২৫০ টাকা। তবে অনেকেই মনে করছেন, টিকিটের চাহিদা বাড়লে ৬০০ টাকা পর্যন্তও দাম বাড়ানো হতে পারে। আশঙ্কা কালো বাজারে ১০০০-৪০০০ টাকা পর্যন্তও নাকি চড়তে পারে একটি টিকিটের দাম।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই লাইনের ভিডিও। হায়দরাবাদের নেকলেস রোডে প্রসাদস আইম্যাক্স থিয়েটারে ‘বাহুবলী ২‍’ এর আগাম টিকিট কাটতে পড়েছে ৩ কিলোমিটার লম্বা লাইন। বুধবার সন্ধে ৭টায় তোলা সেই ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছেন অনেকেই।
২৭ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে