বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খান ভক্তদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় প্রেস ক্লাবের সামনে শাকিব খানের ভক্তরা মানববন্ধন করতে চাইলে সেখানে বাধা দেয় পুলিশ।
পরে শাকিব ভক্তরা গোটা পঞ্চাশেক মানুষের মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে কাকরাইল অভিমুখে যাত্রা করে। মিছিলটি সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে এলে পুলিশ মিছিল করতে নিষেধ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় শাকিব ভক্তরা। সেখান থেকে কাকরাইল রাজমনি সিনেমা হলের সামনে গিয়ে আবারো স্বল্প সময়ের জন্য শাকিব ভক্তরা মানববন্ধন করে।
শাকিব খানকে ‘দেশসেরা নায়ক’ দাবি করে তার ভক্তরা জানান, শাকিব খানের ক্যারিয়ার ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে একটি চক্র। শাকিব খানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং মিথ্যা কলকাঠি নাড়ছে।
এর আগে, শাকিব খানের ভক্তরা বিএফডিসির সামনে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় মানববন্ধন করার কথা শুভ ঘোষ নামের একজন ফেসবুকে ইভেন্ট খুলে এ তথ্য জানান। বৃহস্পতিবার দুপুরে শুভ ঘোষ গণমাধ্যমকে জানান, এফিডিসি নয়, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে।
বিকেল ৫ টায় জনা পঞ্চাশেক লোকের সমাগম হয় প্রেস ক্লাবের সামনে। পুলিশ বাধা দিলে সেখান থেকে মিছিল নিয়ে কাকরাইল অভিমুখে যাত্রা করে শাকিব ভক্তরা। এ সময় শাকিব ভক্তরা স্লোগান দিতে থাকে, ‘শাকিব খানের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’।
মিছিলটি সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির পাশে আসার পর পুলিশের একটি গাড়ি মিছিলটির গতিরোধ করে। পরে ছত্রভঙ্গ হয়ে যায় শাকিব ভক্তরা। তিনি আরো বলেন, ‘আমাদের প্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে চক্রান্ত হচ্ছে। সালমান শাহকে নিয়েও চক্রান্ত হয়েছিল। আমরা জননেত্রী শেখ হাসিনারর হস্তক্ষেপ কামনা করছি। শাকিব খান এদেশের সম্পদ। তাকে সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হোক।’
২৭ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস