বিনোদন ডেস্ক: "সরকার থ্রি" রিলিজ করছে সামনেই। ফলে ছবির প্রচারে ব্যস্ত "টিম সরকার থ্রি"। ছবিতে অন্যতম প্রধান চরিত্রে স্বয়ং বিগ বি অমিতাভ। সেই সংক্রান্ত একটি সাক্ষাতকারই দিচ্ছিলেন আজ শাহেনশা।
আর এর মধ্যেই এল খবরটা...'অমর' মারা গেছেন। দীর্ঘ দিনের সুহৃদ বিনোদ খান্নার মৃত্যু সংবাদ পেয়ে আর এক মুহূর্তও দেরি করেননি অমিতাভ। সাক্ষাতকার স্থল থেকেই সোজা ছুটেছেন বিনোদের পরিবারের পাশে থাকতে। হ্যাঁ, এটাই অমিতাভ বচ্চন। 'ফার্স্ট পোস্টে'র প্রতিবেদন অনুসারে এমনটাই জানা গেছে আজ।-জিনিউজ
২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস