শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭, ০৭:২২:৩৮

এবার চুরির অভিযোগ কপিল শর্মার বিরুদ্ধে

এবার চুরির অভিযোগ কপিল শর্মার বিরুদ্ধে

বিনোদন ডেস্ক: বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না কপিল শর্মার। তাইতো এবার কৌতুক চুরির অভিযোগ উঠেছে জনপ্রিয় এই কমেডিয়ানের ওপর।

সম্প্রতি ১০০তম পর্ব পার করেছে সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচারিত ও কপিল শর্মার সঞ্চালিত অনুষ্ঠান 'দ্য কপিল শর্মা শো'। যেখানে কমেডিয়ান কিকু সারদা একটি কৌতুক বলেছিলেন। আর সেটি না-কি চুরি করা হয়েছে বলে দাবি করেছেন কমেডিয়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তার দাবি, তিন বছর আগে 'হ্যাভিং অ্যান এল্ডার ব্রাদার' এর চিত্রনাট্যর ওপর পারফর্ম করেছেন তিনি। যার একটি ভিডিও দুই সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন। আর সেখান থেকেই না-কি তার লেখা কৌতুকটি চুরি করা হয়েছে।

এ প্রসঙ্গে অভিজিৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, 'কপিল শর্মা, চুরি করাটা ঠিক নয়। কারও কৌতুক নিয়ে আপনি ন্যাশনাল টেলিভিশনে পারফর্ম করলেন, যেখানে লাখো দর্শক ভাবলেন সেটা আপনি লিখেছেন। এরপর আমি আবার যখন পারফর্ম করব, তখন লোকে ভাববে আমি আপনারটা চুরি করেছি।
২৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে