শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭, ১২:২৯:১৪

কুসুম শিকদারের মিউজিক ভিডিও

কুসুম শিকদারের মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক: পহেলা বৈশাখ উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন একক গান 'নেশা' নিয়ে হাজির হন কুসুম শিকদার। গানটি গাওয়ার পাশাপাশি নিজেই লিখেছিলেন তিনি। সংগীত পরিচালনা করেন হৃদয় খান। মে মাসের প্রথম সপ্তাহে কুসুম শিকদার গানটির মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন।

কুসুম শিকদার বলেন, গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এতে আমার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন সুজন। শুভ্র খানের পরিচালনায় এ গানের শুটিংয়ে ডিওপি হিসেবে ছিলেন রাজু রাজ। আশা করি দর্শক ও শ্রোতারা এটি পছন্দ করবেন।

বর্তমানে কুসুম শিকদার 'আস্থা' ও 'বউ বিবি বেগম' শিরোনামে দুটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। 'আস্থা' ধারাবাহিক নাটকে কুসুম সাজু খাদেম এবং 'বউ বিবি বেগম' নাটকে ইরফান সাজ্জাদের বিপরীতে কাজ করছেন।

কুসুম শিকদার অভিনীত সর্বশেষ ছবি 'শঙ্খচিল'। গৌতম ঘোষের পরিচালনায় কুসুমের সহশিল্পী হিসেবে ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ।
২৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে