বিনোদন ডেস্ক: সিনেমার মতই ঘটলো বাস্তবের ঘটনা। রজতাভ দত্তের ওয়ার্ক পারমিট নেই—এই অভিযোগে পাবনায় শামীম আহমেদ রনির ‘রংবাজ’ ছবির সেটে স্থানীয় থানার পুলিশ হাজির হন গতকাল বৃহস্পতিবার দুপুরে। কিন্তু কোথায় ভারতের বাংলা ছবির এই অভিনেতা? জানা গেছে, তিনি তো কাজ শেষ করে বৃহস্পতিবার সকালেই কলকাতায় চলে গেছেন।
এ সময় ছবির মুখ্য চরিত্র শাকিব খানও ছিলেন না সেখানে। কারণ তিনি তখন ঢাকায় ফিরছিলেন। এ যেন ঠিক পাঠ্যবইয়ে পড়া পুরাঘটিত অতীতের সেই ‘ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল’র মতো ঘটনা। অথবা বাংলা সিনেমার শেষ দৃশ্যে মারামারি শেষ হওয়ার পর পুলিশের সেই চিরাচরিত আগমন দৃশ্য!
ছবির পরিচালক পুলিশ আসার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ যখন সেটে আসে তখন রজতাভ দত্ত ছিলেন না। শাকিব খানও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
রংধনু চলচ্চিত্র ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বুবলী। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে শাকিব খানের ওপর নিষেধাজ্ঞা জারি করে চলচ্চিত্র পরিচালক সমিতির পাঠানো চিঠি হাতে পেয়েছেন রনি।
এর আগে শাকিব খানকে সাময়িকভাবে নিষিদ্ধ করে চলচ্চিত্র পরিচালক সমিতি। ১৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে দেওয়া এই তারকার সাক্ষাৎকারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক আর শিল্পীদের হেয় করা হয়েছে বলে চলচ্চিত্র পরিচালক সমিতি এই সিদ্ধান্ত নেয়। গত সোমবার এ ব্যাপারে এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনটির সভাপতি মুশফিকুর রহমান গুলজার সভাপতিত্ব করেন। মহাসচিব বদিউল আলম খোকনসহ কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তারা এতে যোগ দেন। সভায় শাকিব খানকে আইনি নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই আইনি নোটিসে উল্লেখ করা হয়, পত্রিকায় দেওয়া তার সাক্ষাৎকারে যা বলা হয়েছে, তাতে চলচ্চিত্র পরিচালকদের সম্মান ক্ষুন্ন হয়েছে।
২৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর