৯৪ হলে নগর মাস্তান
বিনোদন ডেস্ক : ঢাকাসহ সারা দেশ কাঁপাতে আজ ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছেন জায়েদ খান, পরীমনি ও শাহরিয়াজ। রকিবুল আলম রকিব পরিচালিত নগর মাস্তান সিনেমাটি সারা দেশে ৯৪ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। কয়েকবার সেন্সর বোর্ডে আটকে গেলেও ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে এবং দেশের প্রায় ৯৪টি হলে প্রদর্শনের সুযোগ পাচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রকিবুল আলম রকিব।
এ প্রসঙ্গে রকিবুল আলম রকিব বলেন, ‘নগর মাস্তান সিনেমাটি প্রথম সপ্তাহে সারা দেশে ৯৪টি হলে মুক্তি পাচ্ছে। একটু বেছে বেছে ভালো হল দেখে সিনেমাটি মুক্তি দিয়েছি। এ সিনেমায় জায়েদ খান, পরীমনি ও শাহরিয়াজ অভিনয় করেছেন তিন জনেরই আলাদা আলাদা দর্শক প্রিয়তা রয়েছে। এ ছাড়া সিনেমাটির গল্প ও মেকিং অনেক ভালো হয়েছে। সব মিলিয়ে আশা করছি দর্শক সিনেমাটিকে ভালোভাবে গ্রহণ করবেন।’
পরীমনি বলেন, ‘আমার অভিনয়ের বয়স খুব বেশি দিনের না। কিন্তু এই অল্প সময়েও দর্শকেরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তাতে আমি অভিভূত। একজন অভিনয়শিল্পীর জন্য ছবি মুক্তির দিন অনেক বেশি আনন্দের। আর তা যদি হয় জন্মদিনে, তাহলে তো কথাই নেই। এটা যে কি পরিমাণ আনন্দের, তা বলে বোঝানো যাবে না। এবার জন্মদিনে এটাই আমার জন্য সেরা উপহার।’
পরীমনি ছাড়াও এতে অভিনয় করেছেন জায়েদ খান ও শাহ রিয়াজ। আরও রয়েছেন তিতান চৌধুরী, মিশা সওদাগর, আলী রাজ, রাফজান জানি প্রমুখ। ছবিটি নিয়ে পরীমনির প্রত্যাশা কী জানতে চাইলে বলেন, ‘ভিন্নধর্মী গল্পের ছবি। এখানে শুরুতে আমাকে কলেজ ছাত্রী। এরপর কীভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি হয়ে ওঠেন তা তুলে ধরা হয়েছে আমার চরিত্রে। দেখানো হয়েছে স্টুডেন্ট থেকে বাবার ব্যবসা দেখাশোনা করতে গিয়ে কত বাধা বিপত্তি পাড়ি দিতে হয়। সব মিলিয়ে একটি অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে আমাকে।’
ছবিটি দর্শক কেন দেখবে— এমন প্রশ্নে জবাবে নায়ক শাহ রিয়াজ বলেন ‘তিনটি কারণে দর্শকদের ছবিটি দেখা উচিত বলে আমার মনে হয়। এক. মান্না ভাই মারা যাওয়ার পর বাংলাদেশের স্টাইলের একটি অ্যাকশন ছবি এটি। দুই. দর্শক আমার সাথে নায়িকা পরীর রসায়ন দেখবে পর্দায়। আর তিন. দর্শকদের আগ্রহ দেখে নির্মাণ করা হবে বাংলাদেশের বাংলা ছবি। এগিয়ে যাবে আমাদের চলচ্চিত্র। কারণ একটি দেশের চলচ্চিত্র সেই দেশের কৃষ্টিকালচার তুলে ধরবে।’
ছবিতে জায়েদ খানের মুখের একটি সংলাপ থাকবে এমন- ‘আজ থেকে এই নগরে কোনো মাস্তান কোনো চাঁদাবাজ থাকবেনা। আজ থেকে এই নগরের মাস্তান শুধুই পুলিশ।’
পুলিশও যদি নগরের মাস্তান হয় তাহলে পরীমনি কাকে ভালোবাসবে? দুই মাস্তানকে নাকি অন্য কেউকে? পরীমনির আসল হিরো কে? এ প্রসঙ্গে ছবির নায়ক শাহরিয়াজ বলেন, এ ছবিতে আমি ও জায়েদ ভাই দুজনই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছি। আমার দুইজনই লাষ্টে মারা যাই। ছবিতে আরেকজন হিরো রয়েছে তার নাম সাগর তাকে নিয়েই গল্পের পরিসমাপ্তি ঘটে।’
গত বছরের ২১ আগস্ট বিএফডিসির এক নম্বর ফ্লোরে মহরতের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়। এফ আর-এর ব্যানারে নির্মিত নগর মাস্তান সিনেমায় গান রয়েছে মোট ছয়টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মনির খান, আরফিন রুমি, নওমি ও রাজিব।
২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই