শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ১২:৩৯:৩৭

ফার্স্ট ডে কালেকশন, সব রেকর্ড ভাঙল বাহুবলি টু

ফার্স্ট ডে কালেকশন, সব রেকর্ড ভাঙল বাহুবলি টু

বিনোদন ডেস্ক: শাহরুখ, সলমান, আমির খানদের সিনেমার ফার্স্ট ডে কালেকশন নিয়ে গর্ব করার দিন বোধহয় শেষ হল। সৌজন্য বাহুবলি টু। ফার্স্ট ডে কালেকশনে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেল বাহুবলি টু। সংবাদসংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী, প্রথম দিনে ১০০ কোটিরও বেশি টাকা নিজের ঝুলিতে ভরেছে সিনেমাটি। বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট বলছে, শুধু হিন্দি ভার্সেনেই প্রথম দিনে ছবিটির কালেকশন ৩৫ থেকে ৪০ কোটি টাকা।

প্রথম দিনে কোথায় কত কালেকশন করল বাহুবলি টু? সংবাদসংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে সব থেকে বেশি কালেকশন করেছে সিনেমাটি। প্রায় ৪৫কোটি টাকা। কেরালায় ৪০ কোটি, হিন্দি ভার্সেনে ৩৫ কোটি, তামিলনাড়ুতে ১৪ কোটি ও কর্ণাটকে ১০কোটি টাকা কালেকশন করেছে রাজামৌলির বাহুবলি টু।

প্রসঙ্গত, দেশের ৬৫০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে বাহুবলি টু। বিশ্বজুড়ে ৯০০০ স্ক্রিনে। সিনেমা বিশেষজ্ঞরা মনে করেছেন, প্রথম সপ্তাহে আরও অনেক রেকর্ড ভেঙে দেবে বাহুবলি টু।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে