শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ০৬:১৩:২৪

অনাথ ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে জন্মদিনটা কাটালেন কোয়েল মল্লিক

অনাথ ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে জন্মদিনটা কাটালেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক: গতকাল ছিল কোয়েল মল্লিকের জন্মদিন। এই বিশেষ দিনটা বরাবরই একটু অন্যরকম ভাবে পালন করতে পছন্দ করেন কোয়েল। এবছরও তাই।

২৮ এপ্রিল তারিখটা খুব স্পেশাল চেতলা কোয়েল মল্লিক ফ্যান ক্লাবের কাছে। কারণ বাংলা ছবির দর্শকদের প্রিয় নায়িকা তাঁর জন্মদিনটা কাটান এই ফ্যান ক্লাবের সঙ্গেই কিন্তু একটু অন্যরকম ভাবে। কোয়েল মল্লিককে যাঁরা খুব কাছ থেকে চেনেন, তাঁরা জানেন যে বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত তিনি। কিন্তু এই নিয়ে খুব একটা প্রচার হোক সংবাদমাধ্যমে সেটা একেবারেই পছন্দ করেন না।

তাই তাঁর অনুগামী দর্শকদের অনেকেই হয়তো জানেন না, কোনও পাঁচতারা হোটেল বা রেস্তোরাঁয় নয়, ফ্যান ক্লাবের সঙ্গে নায়িকা তাঁর জন্মদিন পালন করেন কোনও অনাথ আশ্রমে অথবা প্রতিবন্ধী শিশুদের কোনও সংস্থায়।

গতবছরের জন্মদিনটা কাটিয়েছিলেন ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে। এবছরের জন্মদিনটা তিনি কাটালেন দক্ষিণ কলকাতা সেবাশ্রমে। এই অনাথ আশ্রমে মোট ৮০ জন আবাসিক শিশু-কিশোর রয়েছে। তাদের মাঝখানেই কেক কাটলেন নায়িকা, খুদেদের উপহার দিলেন পেনসিল বক্স, চকোলেট, খাতা, পেন ও পড়াশোনার নানা উপকরণ।

বেশ অনেকক্ষণ গল্প জমালেন খুদেদের সঙ্গে, ফ্যান ক্লাবের সদস্যদের সঙ্গে। সেলফি তুললেন এবং আশ্রমের সবাইকে জন্মদিনের স্পেশাল ট্রিটও দিলেন। খুদেরা তো তাঁর সঙ্গ পেয়ে আত্মহারা। আর এই শিশুদের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে পেরে ভীষণ খুশি নায়িকাও।-এবেলা
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে