বিনোদন ডেস্ক : সিডনিতে শুরু হয়েছে শুভ ও প্রসূন জটির ‘মৃত্যুপুরী’। দীর্ঘ সময় ধরে নানা জটিলতার মধ্যে থাকায় ছবিটির কাজ সময় মতো শুরু করতে পারে নি নির্মাতা।
জানা গেছে, শনিবার থেকে শুরু করা হয়েছে ছবির দৃশ্যধারণ। ছবির শুটিং শুরুর এ খবর সিডনি থেকে জানিয়েছেন এ ছবির নায়ক আরিফিন শুভ।
আরিফিন শুভ ও প্রসূন আজাদ অভিনীত ‘মৃত্যুপুরী’ ছবিটির শুটিং অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হওয়ার কথা ছিল গত বছরের নভেম্বরে। এর জন্য সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে দেখা গেল, ছবির প্রধান অভিনয়শিল্পীরা কেউই ভিসা পাননি। ভিসা না পাওয়ায় সে সময় আর যাওয়া হয়নি তাদের।
পরবর্তীতে ছবির নায়ক আরিফিন শুভ ভিসা পেলেও নায়িকা প্রসূনের ভিসার জন্য বেশ বেগ পেতে হয়। দীর্ঘ নয় মাস অপেক্ষার পর ভিসা সংক্রান্ত জটিলতার শেষ হলে গত সপ্তাহে তাঁরা সিডনি পৌঁছান। এরপর ‘মৃত্যুপুরী’র মহরত অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। মহরতের একদিন পর শনিবার থেকে সিডনিতে এ ছবির শুটিং শুরু হয়েছে বলেই জানিয়েছেন আরিফিন শুভ। তবে তিনি যোগ দিয়েছেন আজ; রোববার থেকে।
‘মৃত্যুপুরী’র শুটিংয়ের আগে শিল্পী ও কলাকুশলীদের নিয়ে বৃহস্পতিবার সিডনির এক রেস্তোরাঁয় ছবির মহরত অনুষ্ঠিত হয়।
সিডনি থেকে মোবাইল ফোনে আরিফিন শুভ বলেন, ‘অনেক দিন ধরেই এ ছবির কাজ আটকে ছিল। অবশেষে কাজ শুরু হওয়াতে ভালো লাগছে।’ তিনি বলেন, ‘সিডনির সুন্দর জায়গাগুলোতে শুটিং করব। এর মধ্যে হারবার ব্রিজ, সিডনি অপেরা হাউসও আছে।’
‘মৃত্যুপুরী’ ছবির পরিচালক জায়েদ রেজওয়ান। ছবির শুটিং শেষে আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় ফিরবেন শুভ। আর তাই এই ঈদে দেশে থাকাও হচ্ছে না শুভর। দেশে ফিরে তিনি ‘অস্তিত্ব’ ছবির কাজ শুরু করবেন। এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন