রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০৭:৫৬

‘রংবাজ’ ঈদে আসবেই ইনশাআল্লাহ, পারলে ঠেকাক: রনি

‘রংবাজ’ ঈদে আসবেই ইনশাআল্লাহ, পারলে ঠেকাক: রনি

বিনোদন ডেস্ক : শাকিব খানকে নিয়ে পরিচালক সমিতির নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পরিচালক সমিতিকে ধুয়ে দিয়েছেন শাকিবের রংবাজ ছবির পরিচালক শামীম আহমেদ রনি।

রোববার সন্ধ্যায় শামীম আহমেদ রনি লিখেছেন, ‘সুপারস্টার শাকিব খান এবং আমি নিষিদ্ধ । হাহাহা । ব্যক্তিগত আক্রোশ থেকে আর কতো কি করবেন তিনি? নাকি নতুনদের তিনি আসতেই দিবেন না? উনি পরপর দু’দিন আমার চিঠি একস্পেট করেননি, ক্ষমতার অপব্যবহার করে । আমি ছবি বানাবো, শাকিব খান ছবিতে অভিনয় করবে । “রংবাজ” ঈদে আসবেই । ইনশাআল্লাহ । পারলে ঠেকাক তিনি।’

এর আগে রোববার বিকেল পাঁচটায় বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের যৌথ এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্বান্ত নেওয়া হয় যে, রোববার থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য কোনো সিনেমার শুটিং ও ডাবিংয়ের কাজে অংশগ্রহণ করবেন না।

এরপরই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্যাডে লিখিত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। তবে শিল্পী সমিতি ও প্রযোজক সমিতি পরিচালক সমিতির এমন সিদ্ধান্তে একাত্মতা ঘোষণা করেনি বলে জানা গেছে।

এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘শাকিব খান বলেছেন, অ্যাসোসিয়েশন কী বলল না বলল তাতে আমার কিছু আসে-যায় না। শাকিব যদি স্বীকার করেন, আমার দেশের টেকনিশিয়ানরা ভালো কাজ করেন। তবেই আমরা তাঁর সঙ্গে কাজ করব।

শাকিব বলছেন, আমিই (মহাসচিব) নাকি সব করেছি। এখানে পরিচালক সমিতির মহাসচিব আমি। এখানে আমাকে সব কিছুতে সাইন করতে হবে। এটা আমার সাংবিধানিক দায়িত্ব। আমি ছাড়া ১৭ জন আছেন। সবাই এই সিদ্ধান্তে একমত হয়েছেন। আমার ব্যক্তিগত কিছু হলে তারা একমত হতেন না।’
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে