শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫, ০৩:৪৪:৪৭

কলকাতা চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘৭১-এর সংগ্রাম’

কলকাতা চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘৭১-এর সংগ্রাম’

বিনোদন ডেস্ক : র‌্যাম্প থেকে চলচ্চিত্রে পা রাখতে না রাখতেই সৌভাগ্যের যাদুর ছড়ি হাতে পেয়েছেন রুহী। ব্রিটিশ বংশোদ্ভূত বাঙালি পরিচালক মনসুর আলী পরিচালিত ‘৭১-এর সংগ্রাম’ নামের চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবে ‘নেটপ্যাক পুরস্কারের’ জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘সংগ্রাম’। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন চিত্রনায়িকা রুহী। শুক্রবার ফেসবুকে এক বার্তায় রুহী এ কথা নিশ্চিত করেছেন। রুহী বলেন, জাতি হিসেবে আমাদের সংগ্রাম আর ত্যাগ ইন্ডিয়া সহ বিশ্বের অন্যান্য জায়গা প্রদর্শণের জন্য আমরা ছবিটিকে পাঠাচ্ছি। আমি গর্বিত চলচ্চিত্রটির অংশ হতে পেরে। ‘৭১-এর সংগ্রাম’ ছবিটি আমার প্রথম ছবি হওয়ায় আমি অনেক হ্যাপি।’ এছাড়াও রুহী বাংলাদেশের বেশকয়েকটি চলচ্চিত্রে অভিনয় করছেন। এর একটিতে তিনি শাকিব খান ও আসিফ আহসানের সাথে কাজ করছেন। এবং পরিচালক হিসাবে আছেন মালেক আফসারী। অভিনয়ে তার এই সম্ভাবনা স্বত্বেও তাকে খুব কম দেখা যাচ্ছে কেন জানতে চাইলে তিনি বলেন, আমি ইদানীং একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। কিন্তু মনের মতো গল্প বা চরিত্র পাই না বলেই নিষেধ করে দিতে হয়। ২০১৪ সালে মুক্তি পায় রুহীর ’৭১-এর সংগ্রাম’ চলচ্চিত্রটি। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ ছবিতে রুহীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অনুপম খের। ২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে