রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ০২:২৮:১০

পরিচালকদের ও শাকিবের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে: ফারুক

পরিচালকদের ও শাকিবের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে: ফারুক

বিনোদন ডেস্ক : একের পর এক ঝামেলায় ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। অপুর সঙ্গে সংসার নিয়ে টানাপোড়েন থেকে বের না হতেই পরিচালকদের নিয়ে মন্তব্য। পরিচালক সমিতির পক্ষ থেকে উকিল নোটিশ পাঠানোর পর চলচ্চিত্রের ১৩টি সংগঠন তার সঙ্গে কাজ না করার ঘোষণা করেছে। শাকিব খান ও পরিচালক সমিতির দূরত্ব বাড়ছে।

সম্প্রতি সবচেয়ে আলোচিত ঘটনা শাকিব-অপুর বিয়ে। এ বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে এ দেশের পরিচালক, প্রযোজক ও শিল্পীদের বেকার বলেন শাকিব খান। এর আগে বিভিন্ন গণমাধ্যমে তিনি বলে আসছিলেন, বাংলাদেশে কোনো ভালো টেকনিশিয়ান নেই।

এমন মন্তব্য করায় পরিচালকদের হেয় করা হয়েছে উল্লেখ করে কয়েকদিন আগে শাকিব খানের কাছে পরিচালক সমিতি থেকে একটি উকিল নোটিশ পাঠানো হয়। এ বিষয়টির সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত সকল পরিচালককে শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ না করার আহ্বান জানান। এ নিয়ে কয়েকদিন ধরেই নির্মাতারা নানাভাবে তাদের মনোভাব ব্যক্ত করছিলেন।

পরিচালকদের ও শাকিবের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে বলে মনে করেন ফারুক। তিনি বলেন, ‘পরিচালকদের অসম্মান করে কথা বলা উচিৎ হয়নি শাকিবের। তারপর থেকে যা হচ্ছে ঠিক হচ্ছে না। পরিচালকদের ভাবা উচিত যে, শাকিব ইন্ডাষ্ট্রিরই ছেলে।

শাকিব চলচ্চিত্রের কাজ ছেড়ে দেবে না। সে এখন বিভিন্ন ছবিতেও ব্যস্ত। তার কাজ করার ক্ষমতাও আছে। পরিচালকদের ও শাকিবের যা হয়েছে বা হচ্ছে তা ভুল বোঝাবুঝি ছাড়া কিছু নয়। এটা মনের মধ্যে ধরে রাখা ঠিক হবে না। মিটমাট করে ফেলা উচিত। তা না হলে এতে উভয় পক্ষেরই ক্ষতি হতে পারে।’


চলচ্চিত্রের স্বার্থে সমঝোতায় আসা দরকার বলেও মনে করেন সোহেল রানা। তিনি আরও বলেন, ‘শাকিব পরিচালকদের অসম্মানজনক কথা বলেছে এটা শুনেছি, পত্রিকাতেও দেখেছি। এটা করা তার ঠিক হয়নি। এত অহংকার থাকা ভালো নয়।

আমি এটাও বলবো পরিচালক সমিতি যা করেছে সেটা বাড়াবাড়ি হয়ে গেছে। চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির স্বার্থে শাকিব ও পরিচালক সমিতির সমঝোতায় আসাটাই বুদ্ধিমানের কাজ হবে।’

এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে