রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ০৪:১৭:৪৪

সংবাদ সম্মেলন ডেকেছেন শাকিব খান

সংবাদ সম্মেলন ডেকেছেন শাকিব খান

বিনোদন ডেস্ক : শাকিব খানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য কোনোপ্রকার কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। গতকাল ২৯ এপ্রিল এই সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১২টি সংগঠন। এর পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান তুলে ধরার জন্য ১ মে বিকেল ৩টায় গুলশানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন শাকিব খান।

এ বিষয়ে ৩০ এপ্রিল দুপুরে শাকিব খান জানিয়েছেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আমাকে নিয়ে বেশ বড় ধরনের চক্রান্ত করা হচ্ছে। আমি ঢাকায় ফিরছি। সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করব। সেখানে সাংবাদিকদের সামনে বিস্তারিত বলব।’

প্রসঙ্গত, গত সোমবার ঢাকাই ছবির এ নায়ককে উকিল নোটিশ পাঠায় পরিচালক সমিতি। একই দিন রাতে সমিতির প্যাডে শাকিব খানকে বয়কটের নতুন ঘোষণা দেয়া হয়।

সেখানে বলা হয়, ‘সম্প্রতি অভিনেতা শাকিব খান জাতীয় দৈনিক পত্রিকা ও মিডিয়াতে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দিয়েছে। এতে করে সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে। এমতাবস্থায় উক্ত বিষয়ের সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত সকল প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে।’

গতকাল পরিচালক সমিতির সিদ্ধান্তে একাত্মতা জানিয়েছে- ফিল্ম এডিটরস গিল্ড, চলচ্চিত্র লেখক সমিতি, চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র গ্রাহক সংস্থা, চলচ্চিত্র ফাইট ডাইরেক্টরস অ্যাসোসিয়েশন, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি, চলচ্চিত্র অঙ্গসজ্জাকর সমিতি, চলচ্চিত্র ভাই ভাই অ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠী, চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি ও সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে