রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ০৬:৪১:০২

চলচ্চিত্রে নিষিদ্ধ করায় রেগে গিয়ে যা বললেন শাকিব খান

চলচ্চিত্রে নিষিদ্ধ করায় রেগে গিয়ে যা বললেন শাকিব খান

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্র থেকে নিষিদ্ধ করা হয়েছে চিত্রনায়ক শাকিব খানকে। গত দুইদিন ধরে চলচ্চিত্রাঙ্গন সহ মিডিয়ার সর্বত্র এ আলোচনাই গল্পের খোরাক যোগাচ্ছে। চলছে পাল্টাপাল্টি মন্তব্যও। কেউ বলছে ঠিক আছে, আবার কেউ বলছে সমঝোতা করতে।

চলচ্চিত্র সংশ্লিষ্ট চলচ্চিত্র পরিচালক সমিতি, গ্রাহক সংস্থা, ফিল্ম এডিটরস গিল্ড, ফাইট ডিরেক্টর অ্যাসোসিয়েশন, নৃত্য পরিচালক সমিতি, স্থিরচিত্র গ্রাহক সমিতি, সহকারি চলচ্চিত্র পরিচালক সমিতিসহ আরও কয়েকটি সংগঠন শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেন।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের যৌথ এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।  তার সঙ্গে কোনো চলচ্চিত্রের শুটিং ও ডাবিংয়ের কাজেও অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ সংশ্লিষ্টরা।

এদিকে চলচ্চিত্র থেকে নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় পাবনায় শামীম আহমেদ রনির ‘রংবাজ’-এর সেট থেকে মুঠো ফোনে শাকিব জানায়, পরিচালক সমিতির মহাসচিব তার ক্ষমতা দেখাচ্ছেন।  বদিউল আলম খোকন একজন অশ্লীল ছবির পরিচালক ছিলেন, তার নামে মামলা হয়েছিল। নিয়মিত হাজিরা দিতেন সে মামলায়, নিষিদ্ধ পরিচালক ছিলেন তিনি।  সেখান থেকে তাকে শাকিব খানই বদিউল আলম খোকন বানিয়েছে। বাপ্পারাজ তার সাক্ষাৎকারে সে কথাই বলেছেন।

শাকিব বলেন, আজ বাপ্পারাজসহ নায়ক ফারুক, বাপ্পি, পরিচালক কাজী হায়াত প্রতিবাদ জানাচ্ছেন। সমস্ত শিল্পী সমাজ প্রতিবাদ জানাচ্ছেন। সত্য কখনো গোপন থাকে না। আমার বিরুদ্ধে বিরাট চক্রান্ত হচ্ছে। আজ যদি ভেঙ্কটেশ ফোন করে বলেন, যা শুটিং হয়েছে ওখানে সব ফেলে দিয়ে এখানে শুটিং কর এখানকার ক্রু দিয়ে, সেটা কি ভাল হবে? এটা কি বাংলাদেশের জন্য লজ্জার হবে না? আমি দুইশ টেকনিশিয়ান নিয়েছি এখানকার। সেটা করলে তাদের পরিবারের রুটি-রুজিতে আঘাত করা হবে না?

শাকিব বলেন, আমি সংবাদ সম্মেলন করব। আমাকে অনেক দিক থেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে – আইন-প্রশাসন সবকিছু দিয়ে।  বিরাট চক্র তাদের সাথে কাজ করছে। আমি এ মাটিরই সন্তান, দেহে শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করেই যাবো, মাথা পেতে নেব না।

এদিকে বাংলা চলচ্চিত্র থেকে শাকিবকে নিষিদ্ধ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।  অনেকেই এটা একটা ষড়যন্ত্র বলে দাবি করেছেন।  আর এর জন্য চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনকে দায়ী করেছেন।

বাংলা চলচ্চিত্রের ‘সুপারস্টার’ দাবীদার শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করায় প্রকাশ্যে কিংবা অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে ফেসবুকে পরিচালক সমিতির এ সিদ্ধান্তকে কেউ স্বাগত জানিয়ে পক্ষে, আবার কেউবা বিপক্ষে মন্তব্য করছেন।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির শাকিব খানকে নিষিদ্ধ করার পর শনিবার বিকালে দেশের চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ১৩টি সংগঠন মিলে শাকিব খানের সঙ্গে অনির্দিষ্টকাল কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে কথা বলেন শাকিব খান।

শাকিব বলেন, সুপারস্টার হওয়ার যে কী যন্ত্রণা! দেশের চলচ্চিত্রের এক নম্বর নায়ক হয়ে আমি যে কত বিপদ টেনে এনেছি, তা হাড়ে হাড়ে টের পাচ্ছি! সবাই দেখছে ১৩টি সংগঠন। কিন্তু আমি বলব পুরো ঘটনাটি একজন ঘটাচ্ছে।

ঢাকাই ছবি কিং খান বলেন, তিনি বদিউল আলম খোকন, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব। সে ছিল অশ্লীল ছবির পরিচালক। তখন তাকে নিষিদ্ধ করা হয়। তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছিল। সে আদালতে গিয়ে হাজিরা দিত। আমি তাকে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছিলাম। তাকে দিয়ে ভালো ছবি বানিয়েছিলাম আর আমিই ওই ছবিতে অভিনয় করেছিলাম। এখন সে–ই আমার বিরুদ্ধে লেগেছে।

কেন তার বিরুদ্ধে লেগেছেন এমন প্রশ্নে জবাবে শাকিব খান বলেন, কারণ আমি এখন তার ছবি করছি না। আমি এখন নতুন পরিচালকের সঙ্গে কাজ করছি। এটা তিনি সহ্য করতে পারছেন না। তিনি ব্যক্তিস্বার্থে পুরো চলচ্চিত্র পরিচালক সমিতিকে ব্যবহার করছেন। আজ তারা শামিম আহমেদ রনির সদস্যপদ বাতিল করেছেন, কাল আরেকজন নতুন পরিচালককে বাতিল করবেন। তারা কোনো ভাবেই নতুনদের এখানে ঢুকতে দিতে চান না।

তিনি বলেন, আমি রোববার সকালেই ঢাকায় ফিরছি। সোমবার আমি সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরব। আমাকে শেষ করে দেওয়াই হচ্ছে তাদের মূল পরিকল্পনা—সংবাদমাধ্যমের কাছে আমি এটাই তুলে ধরব। সংবাদ সম্মেলন এফডিসির বাইরে করব। কারণ সেদিন দেখি শিল্পীদের এফডিসিতে ঢোকার সময় পুলিশ দিয়ে যেভাবে হেনস্থা করা হয়েছে, আমি খুবই কষ্ট পেয়েছি।

৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে