রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ০৭:৪১:৩৯

সবচেয়ে আলোচিত বাহুবলী-২ এর গুরুত্বপূর্ণ ৬ তথ্য

 সবচেয়ে আলোচিত বাহুবলী-২ এর গুরুত্বপূর্ণ ৬ তথ্য

বিনোদন ডেস্ক: এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত ছবি বাহুবলী-২ এর গুরুত্বপূর্ণ ৬ তথ্য জেনে নিন:-

সবচেয়ে দামি ক্লাইম্যাক্স : দৃশ্য বাহুবলী-২ ছবিতে ক্লাইম্যাক্স দৃশ্য তৈরিতে ৩০ কোটি টাকা খরচ হয়েছে যা ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি।

রাজামৌলী ও প্রভাসের আয় : রাজামৌলী ও সিনেমার প্রধান নায়ক প্রভাস বাহুবলী ছবির জন্য ২৬ ও ২০ কোটি টাকা করে পেয়েছেন। বাহুবলীর প্রথম ভাগ তৈরি করতে খরচ পড়েছিল প্রায় ২৫০ কোটি টাকা।

ভিএফএক্স ত্রুটি : বাহুবলী সিনেমার সিনেমাটোগ্রাফার কেকে সেন্থিল কুমার এই সিনেমায় ব্যবহৃত কম্পিউটার গ্রাফিক্স ইমেজ নিয়ে বিশেষ খুশি ছিলেন না।

ক্লাইম্যাক্স দৃশ্য ফাঁস : কিছুদিন আগে বাহুবলী-২ এর ক্লাইম্যাক্স দৃশ্য অন্ধ্রপ্রদেশের রায়লসীমা থেকে ওয়েবে ফাঁস হয়ে যায়। পরে একজনকে এই ঘটনায় গ্রেফতারও করা হয়েছে।

স্যাটেলাইট সত্ত্ব : বাহুবলী-২ এর হিন্দি ভার্সানের স্যাটেলাইট সত্ত্ব ৫১ কোটি টাকার রেকর্ড দামে বিক্রি করা হয়েছে। ডাবিং করা সিনেমার জন্য এত রেকর্ড পরিমাণ টাকায় সত্ত¡ এর আগে কোনোদিন কেনা হয়নি। সোনি টিভি এই সত্ত্ব কিনেছে।

ত্রিকোণ প্রেম : অমরেন্দ্র বাহুবলী ও বল্লালদেব দুজনেই দেবসেনাকে ভালোবাসতেন। তবে শিবাগামী তার পুত্র বল্লালদেবকে বিয়ে করতে অনুরোধ করেন দেবসেনাকে। দেবসেনা সেই কথা না মেনে বাহুবলীকে বিয়ে করেন।
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে