বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালক সমিতিসহ ১৩টি সংগঠন বয়কট করেছিল শাকিব খানকে। গতকাল শনিবার (২৯ এপ্রিল) সমিতিগুলো সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে রোববার অভিনেতা আলমগীর, সোহেল রানা, প্রযোজক খোরশেদ আলম খসরু ও আরশাদ আদনানের মধ্যস্থতায় এফডিসিতে এসে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন শাকিব খান।
এর আগে চলচ্চিত্র সংশ্লিষ্ট পরিচালক সমিতি, গ্রাহক সংস্থা, ফিল্ম এডিটরস গিল্ড, ফাইট ডিরেক্টর অ্যাসোসিয়েশন, নৃত্য পরিচালক সমিতি, স্থিরচিত্র গ্রাহক সমিতি, সহকারি চলচ্চিত্র পরিচালক সমিতিসহ মোট ১৩টি সংগঠন শাকিব খানকে নিয়ে অনির্দিষ্টকালের জন্য কাজ না করার ঘোষণা দিয়েছিলেন। গত ২৯ এপ্রিল (শনিবার) পরিচালক সমিতিতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অভিনেতা সোহেল রানা বলেন, ‘বিষয়টা মিটে যাওয়ায় আমরা সবাই আনন্দিত। সবাইকে মিলেমিশে থাকতে হবে। ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
এই প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘শাকিব তার বেফাঁস বক্তব্যের জন্য সরি বলেছে। ও আমাদের সন্তানের মতো। না বুঝে কিছু ভুল করেছে। তার ভুলটা বুঝতে পারায় তাকে অভিনন্দন জানাই। তবে তার দুঃখ প্রকাশে আমাদের বক্তব্য আগামীকাল সংবাদ সম্মেলন করে জানাব।’
আগামীকাল সোমবার বিকাল ৩টায় এফডিসিতে সংবাদ সম্মেলন ডেকেছে চলচ্চিত্র পরিচালকসহ শাকিবকে বয়কট করা সংগঠনগুলো।
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস